আশাশুনির কাদাকাটি বাজারে দুঃসাহসিক চুরি

0
435

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কাদাকাটি হাজিরহাট বাজারে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে, শনিবার দিবাগত রাতে বাজারের তৌফিক ষ্টোর নামক মুদি দোকানে। উপজেলার কুল্যা ইউনিয়নের আরার গ্রামের আব্দুল মান্নান সরদারের ছেলে ও তৌফিক ষ্টোরের স্বত্বাধিকারী শাহ আলম জানান, করোনা ভাইরাস প্রতিরোধ নির্দেশনা অনুযায়ী সে প্রতিদিনের ন্যায় বিকালে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। শনিবার দিবাগত রাতে সুযোগ বুঝে সংঘবন্ধ চোরচক্র সার্টারের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে বিভিন্ন ব্যারেন্ডের সিগারেট, সাবান ও বিভিন্ন ধরনের পন্য সামগ্রী নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১৪ হাজার টাকা। এছাড়া, দোকানের ক্যাশ বাক্সে রক্ষিত নগদ আনুমানিক ৪ হাজার টাকা নিয়ে যায় চোরচক্র। রোববার ভোরে পাশ্ববর্তী মসজিদে মুসল্লীরা দেখতে পান, উক্ত দোকানের সার্টার অর্ধেক খোলা ও তালা গুলো ভাঙ্গা অবস্থায় পড়ে আছে। পরবর্তীতে স্থানীয়রা মোবাইলের মাধ্যমে দোকানের মালিক শাহ আলমকে খবর দিলে দোকানে এসে চুরির বিষয়টি নিশ্চিত হন। হাজিরহাট বাজারের অধিকাংশ ব্যবসায়ীরা দুঃখ প্রকাশ করে বলেন, হাজিরহাট বাজারসহ আশ পাশের বাজারের একেরপর এক চুরির ঘটনা ঘটলেও চোরচক্রকে চিহ্নিত করা বা চুরির ঘটনার কোন প্রতিকার আজ পর্যন্ত পাওয়া যায়নি। করেনাভাইরাসের কারনে প্রশাসনের পক্ষ থেকে সন্ধ্যা ৬ টার পরে মানুষ যখন ঘরে থাকছেন এবং বাজার ফাঁকা থাকার সুযোগে কিছু দুষ্কৃতিকারী ও মাদকসেবী এধরনের চুরির ঘটনা ঘটাতে পারে বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহল।