আশাশুনিবাসী বিভিন্ন জেলা থেকে আগতদের নিয়ে উদ্বেগ

0
325

আশাশুনি প্রতিনিধিঃ করোনা ভাইরাসের হাত থেকে পরিত্রানের জন্য মানুষ যখন আল্লাহ আল্লাহ করছে ও নানান প্রতিকারের নির্দেশ মানতে ব্যতিব্যস্ত, তখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগতদের নিয়ে আশাশুনি উপজেলার মানুষ উদ্বেগ ও উৎকন্ঠায় ভুগছেন। দেশের অধিকাংশ জেলা এখন করোনা ভাইরাসের ছোবল নিয়ে নানামুখী সমস্যা ও নিজেদের রক্ষার্থে নানামুখী প্রতিরোধে ব্যস্ত হয়ে পড়েছে। অনেক জেলা ও অঞ্চল লগডাউন ঘোষণা করা হয়েছে। আশাশুনি উপজেলা তথা সাতক্ষীরা জেলা এখনো অনেকটা ভাল আছে বলে মনে হলেও বিভিন্ন আক্রান্ত এলাকা থেকে মানুষের আগমনের খবর উদ্বেগের কারণ হয়ে দেখা দিয়েছে। গত কয়েকদিন, ঢাকা, নারায়নগঞ্জ, পটুয়াখালীসহ বিভিন্ন জেলা থেকে আশাশুনির খেটে খাওয়া বা কর্মজীবি মানুষ আশাশুনিতে ফিরে আসছেন। এসব মানুষ করোনা ভাইরাসের জীবানু বয়ে আনছে কিনা, তা বলার কোন সুযোগ নেই। উপজেলা প্রশাসন কেউ বাইরে থেকে আশাশুনিতে আসলে সাথে সাথে প্রশাসনকে অবহিত করতে মানুষকে বারবার সচেতন করে চলেছেন, কিন্তু আগতদের অনেকেই খুবই গোপনে কিংবা কারো জানার বাইরে আসছেন এমন খবর ব্যাপক ভাবে আলোচিত হচ্ছে। গত কয়েকদিন ফেসবুকে এবং আশাশুনি প্রেস ক্লাব ও উপজেলা জার্নালিষ্ট ফোরামের গ্রুপ আইডিতে অনেকের নাম ঠিকানা, সম্ভাব্য আগতদের নিয়ে পোষ্ট দেখা গেছে। বৃহস্পতিবার ঢাকা গাজীপুর থেকে আরার গ্রামে মৃত হারুনর রশিদ মালীর পুত্র শওকত এসেছে। কুল্যা গ্রামের জামাল হোসেনের পুত্র ছাকিব হোসেন ২৫ মার্চ ঢাকা থেকে এসেছিল। সে বৃহস্পতিবার প্রচুর জ্বর, কাশি, বুকব্যাথা, ও পাতলা পায়খানা নিয়ে ডাক্তারের কাছে চিকিৎসা নিতে এসেছিল। এমন অনেকে আছে। তাদের ব্যাপারে আরো কঠোর ভাবে তদারকি ও হোম কোয়ারাইনটিনে রাখা নিশ্চিত করার জন্য এলাকাবাসী প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও জন প্রতিনিধিদের কাছে জোর দাবি জানিয়েছেন।