আশাশুনিতে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন

0
249

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলায় সরকারি ভাবে ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনার জন্য লটারির মাধ্যমে কৃষক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ লটারির আয়োজন করা হয়।
চলতি বোরো মৌসুমে কৃষকদের নিকট থেকে সরাসরি ধান সংগ্রহের জন্য কৃষক নির্বাচন কার্যক্রম সম্পন্নের জন্যে কৃষকদের তালিকা প্রস্তুত করা হয়। তালিকাভুক্ত কৃষকদের মধ্যে ৬৬৩ জন কৃষককে লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়। এসব কৃষকদের নিকট থেকে ২৬ টাকা কেজি দরে ধান ক্রয় করা হবে। লটারি পরিচলনা করেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান, পিআইও সোহাগ খান, ওসি এলএসডি (আশাশুনি খাদ্য গুদাম), উপজেলা কৃষকলীগ সভাপতি স ম সেলিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।