আশাশুনিতে বিজয় দিবসের প্রস্তুতি সভা

0
578

মইনুল ইসলাম, আশাশুনি (সাতক্ষীরা) থেকে:
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ ভাবে উদযাপনের লক্ষ্যে আশাশুনিতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানার সভাপতিত্বে সভায় সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, উপজেলা প্রকৌশলী আকতার হোসনে, সমাজ সেবা অফিসার ইমদাদুল হক, নির্বাচন অফিসার জাহিদ হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, শিক্ষা অফিসার শামসুন নাহার, এসআই দেলোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, আ’লীগ নেতা রফিকুল ইসলাম মোল্যা, কৃষকলীগ আহবায়ক স ম সেলিম রেজা সেলিম, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান, অধ্যাপক তৃপ্তিরঞ্জন সাহা, প্রভাষক শাহাদাৎ হোসেন টিটল, প্রধান শিক্ষক আশরাফুন্নাহার নার্গিস, কামরুন নাহার কচি, প্রদর্শক ইয়াহিয়া ইকবাল, নুরুল হুদা, শিক্ষক আবুল কালাম আজাদ বুলবুল প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় ১৬ ডিসেম্বর প্রত্যুষে ৩১ বার তোপধ্বনী, সুর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সন্ধ্যায় আলোক সজ্জা, সকাল ৮ টায় শহীদ স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন, ৯ টায় আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ১০ টায় সমাবেশ, ক্রীড়ানুষ্ঠান ও বøাড গ্রæপিং, ১১.৩০ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা, দুপুর ১২ টায় সকল ইউনিয়ন পরিষদে চলচ্চিত্র প্রদর্শন, বাদ জোহর মসজিদে বিশেষ দোয়া ও মন্দির-গীর্জায় বিশেষ প্রার্থনা, ১.৩০ হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, ৩ টায় মহিলাদের আলোচনা সভা ও ক্রীড়ানুষ্ঠান, ৩.৩০ টায় প্রীতি ফুটবল ম্যাচ, সন্ধ্যা ৬ টায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ১৪ ডিসেম্বর চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও শহীদ মুক্তিযোদ্ধার কবর জিয়ারত করার সিদ্ধান্ত নেওয়া হয়। অনুষ্ঠান সফল করতে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে।