আশাশুনিতে মোবাইল কোর্টে জেল ও জরিামানা

0
206

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ ভাবে বালু উত্তোলণ কাজের সাথে জড়িত থাকার অপরাধে ১ জনকে জেল ও অপরজনকে জরিমানা প্রদান করা হয়েছে। বুধবার বিকালে উপজেলার প্রতাপনগরে আদালত পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা প্রতাপনগর ইউনিয়নের কল্যানপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় ভূমি থেকে অবৈধ ভাবে বালি উত্তোলণ করার অপরাধে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৫/১ ধারায় কলিমাখালী গ্রামের নূর আলি মোড়লের ছেলে হাসান মোড়লকে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। একই সাথে জমির মালিক কল্যানপুর গ্রামের ইমান আলি গাজীর ছেলে সাহেব আলিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় এসআই মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।