বঙ্গোপসাগরে মাছ ধরারত ফিসিংবোটে বজ্রপাতে ৯ জেলে আহত

0
316

শরণখোলা আঞ্চলিক অফিস:
বঙ্গোপসাগরে মাছ ধরারত ফিসিংবোটে বজ্রপাতে ৯ জেলে আহত হয়েছেন। গুরুতর আহত ৪ জেলেকে রবিবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে কলাপাড়ার দক্ষিণে গভীর সাগরের মৌডুবি বয়া এলাকায় জাল ফেলে মাছ ধরার সময় বজ্রপাতের এ ঘটনা ঘটে।
বজ্রপাতের শিকার ফিসিংবোট এফবি আরিফুলের মালিক শরণখোলা উপজেলার জিলবুনিয়া গ্রামের মোঃ আলামিন তালুকদার জানান, শনিবার রাত সাড়ে ৮ টার দিকে তার বোটের জেলেরা সাগর থেকে জাল টেনে বোটে উঠানোর সময় ঝড়োবাতাসের সাথে হঠাৎ করে তার বোটের উপর বজ্রপাত হয়। ফলে ৯ জেলে কমবেশী আহত হলেও এর মধ্যে ৪ জন গুরুতর আহত হয়। আহত বেশীর ভাগ জেলের দেহে আগুনে পুড়ে ঝলসে গেছ্ েঅনেকে কানের শ্রবণ শক্তি হারিয়ে ফেলেছে। বজ্রপাতে ফিসিংবোটের ব্যাটারী বিষ্ফোরিত হয়ে বোটের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। আহত জেলেদের রবিবার দুপুরে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। গুরুতর আহত ৪ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়। এরা হচ্ছে, বাদল খান (৩০), বোট মালিক আলামিন তালুকদার (৩৫), মিঠু হাওলাদার (২৫) ও মোঃ রিয়াজ (২৫) । এদের সকলের বাড়ী উপজেলার জিলবুনিয়া গ্রামে। আহত অন্য জেলেরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী ফিরে গেছে। ওই ফিসিংবোটে ১৭ জন জেলে অবস্থান করছিলো।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ খায়রুল বাসার জানান, আহত জেলেদের দুজনের শরীর আগুনে পোড়া এবং দ’ুজন কানে না শোনায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়।