আশাশুনিতে নতুন করে বিদেশ থেকে আসা ব্যক্তিদের তালিকা- ২য় পর্ব

0
328

মইনুল ইসলাম, আশাশুনি প্রতিনিধি: করোনা ভাইরাস প্রতিরোধে ব্যাঘাত সৃষ্টির সম্ভাবনা জিইয়ে রেখে বিদেশ থেকে দ্বিতীয় দফায় আশাশুনিতে ফিরেআসা ২০৮ ব্যক্তিকে হোম কোয়ারেনটিন নিশ্চিত করতে সকলকে সতর্কতার সাথে কাজ করা প্রয়োজন। ১ মার্চের পরে ১৭ মার্চ পর্যন্ত ১ম দফায় ৮৯৩ জন বিদেশ থেকে আশাশুনিতে এসেছিলেন। তাদেরকে হোম কোয়ারেনটাইনে রাখতে প্রশাসন ব্যাপক প্রচেষ্টা চালান। এরই মধ্যে ১৮ মার্চ হতে ২৮ মার্চ পর্যন্ত ১১ দিনে আরও ২০৮ জন বিদেশ থেকে আশাশুনিতে ফিরেছেন। এর মধ্যে শোভনালী ইউনিয়নে ২২ জন, বুধহাটা-১৭ জন, কুল্যা-৬ জন, দরগাহপুর-৭ জন, বড়দল-৪৫ জন, আশাশুনি সদর ৩৭ জন, শ্রীউলা-১০ জন, খাজরা-৩১ জন, আনুলিয়া-০৭ জন, প্রতাপনগর-১১ জন ও কাদাকাটি ইউনিয়নে ১৫ জন। ২য় দফায় আসা ২০৮ জনের মধ্যে ২য় কিস্তীতে ৩টি ইউনিয়নের ৭৮ জনের নামের তালিকা আজকে পত্রস্থ করা হলো।
আশাশুনি সদর ইউনিয়ন ঃ সুজাতা রানী মন্ডল, আদালতপুর, জয় মন্ডল, আদালতপুর, বৃষ্টি রানী মন্ডল, আদালতপুর, মালা বসাক, পিতা/স্বামী অমল কুমার বসাক, আদালতপুর বেউলা, এএমএম রফিকুল আশাশুনি, কৃষ্ণপদ রায় পিতা মধুসুদন রায়, নাটানা, উর্মি রায়, পিতা/স্বামী শশীভূষণ রায়, সবদলপুর, লিপিকা সরকার, কোদন্ডা, শংকর সরকার, পিতা সুধান্য সরকার, কোদন্ডা, অরুন কান্তি মন্ডল, আদাতপুর উঃ, রাহাতুল ইসলাম, আদালতপুর, সুদাশী অধিকারী, পিতা/স্বামী বিধান অধিকারী, সবদলপুর, খোকন চন্দ্র মন্ডল, পিতা হাজুলাল মন্ডল, বলাবাড়িয়া, পরিতোষ কুমার মন্ডল, আদালতপুর, অরুন কুমার মন্ডল, পিতা শিবপদ মন্ডল, বলাবড়িয়া, শেফালী বাছাড় স্বামী/পিতা গোসাই বাছাড়, দাশেরাটি,কবিতা রানী মন্ডল, পিতা/স্বামী খোকন মন্ডল, বলাবাড়িয়া, তনুশ্রী মন্ডল, পিতা/স্বামী মধুসুদন মন্ডল, কোদন্ডা, হরিপদ মন্ডল, পিতা অশোক কুমার মন্ডল, নাটানা, ঝর্ণা রানী মন্ডল, নাটানা, মধুসুদন মন্ডল, পিতা সুখলাল মন্ডল, কোদন্ডা, সুবোল চন্দ্র মন্ডল, পিতা বিনয় কৃষ্ণ মন্ডল, আশাশুনি, সুকান্ত সরকার, পিতা ফটিক চন্দ্র সরকার, বলাবাড়িয়া, কিরণ চন্দ্র মন্ডল, পিতা গুরুপদ মন্ডল, বলাবাড়িয়া, অঞ্জলী রানী, পিতা/স্বামী সদেব সরকার, নাটানা, অভিষেক স্বর্ণকার, পিতা বৃন্দাবন সরকার, সবদলপুর, সন্ধ্যা রানী রায়, পিতা/স্বামী মুরারী মোহন মন্ডল, বলাবাড়িয়া, স্বপ্না রানী বসু, পিতা/স্বামী শম্ভুনাথ বসু, সোদকনা, শম্ভুনাথ বসু, পিতা হরিহর বসু, সোদকনা, সোনাকশী মন্ডল, পিতা মধুসুদন মন্ডল, কোদন্ডা, অঞ্জলী রানী মন্ডল, পিতা/স্বামী মহানন্দ মিস্ত্রী, কোদন্ডা, নির্মল দাশ, পিতা বলাই, আশাশুনি, রাহুল গোলদার, পিতা কার্ত্তিক চন্দ্র, আশাশুনি, রাজিব কুমার মন্ডল, পিতা কার্ত্তিক চন্দ্র, আশাশুনি, তপন কুমার রায়, পিতা সন্তোষ, আশাশুনি, জাকিয়া সুলতানা, পিতা/স্বামী জিয়ারুল, আশাশুনি, হাবিবুর রহমান, পিতা মুনছুর, আশাশুনি।
শ্রীউলা ইউনিয়ন ঃ অরবিন্দ কুমার মন্ডল, পিতা সতীষ মন্ডল, লক্ষ্মীখালী, মনোতোষ মন্ডল, পিতা যামিনী কান্তি, লক্ষীখালী, দেব প্রসাদ বাছাড়, বকচর, সতীরানী মন্ডল, পিতা/স্বামী জামিনী মন্ডল, লক্ষ্মীখালী, ময়না রানী, পিতা/স্বামী ওরিমন রায়, দুর্গাপুর, ইউসুফ আলি, পিতা আনছার গাজী, শ্রীউলা, হিরন্ময় সরকার, পিতা ভবেন্দ্র নাথ, বয়ারসিং, পান্না রানী মন্ডল, পিতা/স্বামী শংকর চন্দ্র, পুইজালা, প্রশান্ত সরকার, পিতা তারক চন্দ্র, পুইজালা, বিরেন্দ্র সানা, পিতা দুলাল চন্দ্র, উত্তর পুইজালা, ভঞ্জন সরকার, পিতা সদানন্দ সরকার, উত্তর পুইজালা।
খাজরা ইউনিয়ন ঃ পুর্ণিমা সরকার, পিতা/স্বামী স্বপন সরকার, তুয়ারডাঙ্গা, মায়ারানী মজুমদার, পিতা.স্বামী দিবাকর মজুমদার, গোয়ালডাঙ্গা, স্বপন সরকার, পিতা চন্দ্র কান্ড সরকার, তুয়ারডাঙ্গ্,া বরুন কুমার মন্ডল, পিতা কৃষ্ণপদ মন্ডল, খালিয়া, কৃষ্ণপদ মন্ডল, পিতা সুধীর কৃষ্ণ মন্ডল, খালিয়া, চন্দ্রজিৎ মন্ডল, পিতা তারাপদ মন্ডল, সুবিরাবাদ, মালতী রানী সানা, পিতা/স্বামী হারাপদ সানা, ফটিকখালী, গোবিন্দ চন্দ্র, পিতা বিষ্ণপদ মন্ডল, তুয়ারডাঙ্গা, শেফালী সরদার, পিতা/স্বামী হারান সরদার, তুয়ারডাঙ্গা, রিন্টু মন্ডল, পিতা বিকাশ চন্দ্র মন্ডল, দিয়াবর্ষিয়া, গীতা রানী বৈরাগী, পিতা.স্বামী দিপক মন্ডল, ফটিকখালী, কল্পনা রানী সরকার, পিতা/স্বামী খগেন্দ্র নাথ সরকার, গজুয়াকাটি, বাবু কুমার মন্ডল, পিতা/স্বামী সুনীল চন্দ্র মন্ডল, গদাইপুর, সোমা রানী সরদার, পিতা/স্বামী বিকাশ চন্দ্র মন্ডল, দিয়াবর্ষিয়া, সমীরন কুমার, পিতা নারায়ন মন্ডল, দেয়াবর্ষিয়া, অসীম কুমার সানা, পিতা ননী কান্ত সানা, ফটিকখালী, পুষ্পরানী মন্ডল, পিতা/স্বামী দুলাল চন্দ্র মন্ডল, নয়াবাদ, সনজীত বিশ^াস, পিতা পরিমল বিশ^াস, পারিষামারী, উমা রানী মন্ডল, পিতা/স্বামী রাজমোহন মন্ডল, খালিয়া, কাজগজী রানী, পিতা/স্বামী নিরঞ্জন মন্ডল, খালিয়া, শংকর মন্ডল, পিতা গিরেন্দ্র নাথ মন্ডল, তুয়ারডাঙ্গা, মতিলাল সানা, পিতা কাশিরাম সানা, খটিকখালী, অরবিন্দ কুমার মন্ডল, পিতা বিধান চন্দ্র মন্ডল, গদাইপুর, বিকাশ চন্দ্র মন্ডল, পিতা নির্মল চন্দ্র মন্ডল, তুয়ারডাঙ্গা, বাসন্তী রানী সানা, পিতা/স্বামী কালিপদ সানা, ফটিকখালী, প্রশান্ত কুমার মন্ডল, পিতা পরিমল মন্ডল, গদাইপুর, মোহাম্মদ নবীর আলি, আখের আলি সরদার, রাউতাড়া, তপন কুমার বিশ^াস, পিতা কিরন চন্দ্র বিশ^াস, তুয়ারডাঙ্গা, নারায়ন কুমার সানা, পিতা রবীন্দ্র নাথ সানা, ফটিকখালী, খগেন্দ্র নাথ পিতা অনন্ত কুমার সরকার, গজুয়াকাটি, লিটন কুমার মন্ডল, পিতা রামপদ মন্ডল, ঘুঘুমারী। (চলবে)