আশাশুনিতে ডেঙ্গু প্রতিরোধে বাড়ী বাড়ী গিয়ে পরিচ্ছন্ন অভিযান

0
320

মইনুল ইসলাম, আশাশুনি:
আশাশুনিতে ডেঙ্গু প্রতিরোধে বাড়ী বাড়ী গিয়ে পরিচ্ছন্ন অভিযান পরিচালিত হয়েছে। বুধবার সকালে “পরিচ্ছন্ন পরিবেশ তৈরী করি, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে উপজেলার সদর ইউনিয়নের কোদন্ডা, নাটানা, বড়দল ইউনিয়নের উত্তর বড়দল ও বামনডাঙ্গা গ্রামে এ অভিযান পরিচালিত হয়। ইনহেল্ডার প্রজেক্ট, আশাশুনি এপি ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে পৃথক পৃথক স্থানে এসময় বড়দল ইউপি চেয়ারম্যান আঃ আলিম মোল্যা, প্রোগ্রাম অফিসার মিলিতা সরকারসহ শিক্ষকবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ, কমিউনিটির সদস্যবৃন্দ ও সচেতন এলাকাবাসী উপস্থিত ছিলেন। অভিযানে বাড়ি বাড়ি গিয়ে এডিস মশা যাতে জন্মাতে না পারে সে লক্ষে বাড়ীর আঙ্গীনা পরিষ্কার করা হয় ও এডিস মশার জীবাণু সম্পর্কে সকলকে সচেতন করা হয়।