আশাশুনিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মহিলাদের সেলাই মেশিন বিতরণ

0
425

মইনুল ইসলাম, আশাশুনি:
আশাশুনিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মহিলাদের মাঝে সেলাই মেশিন ও প্রশিক্ষণের ভাতা প্রদান করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সেলাই মেশিন ও প্রশিক্ষণের ভাতা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সেলাই মেশিন ও ভাতার অর্থ প্রদান করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। এসময় বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলোমা খাতুন মিলি, আরডিও বিশ্বজিত ঘোষ, পরিসংখ্যান কর্মকর্তা শ্বশ্বান, ডাঃ সাইফুল আলম, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সমিতির উপদেষ্টা রফিকুল ইসলাম মোল্যা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আর্থিক সহায়তায় ২০১৮-১৯ অর্থ বছরে ২০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মহিলাদের ৩ মাস মেয়াদী দর্জি প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন ও ১ হাজার টাকা করে ভাতা প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান।