ডুমুরিয়ায় রাস উৎসবে নানা আয়োজন

0
512

ডুমুরিয়া প্রতিনিধিঃ
হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসবের মধ্যে অন্যতম একটি উৎসব শ্রীকৃষ্ণের রাস উৎসব ও পবিত্র গঙ্গাস্নান। প্রতি বছরের ন্যায় এবারও ডুমুরিয়ার প্রত্যন্ত অঞ্চলে প্রায় শতাধিক মন্দির, আশ্রম ও নদীর ঘাটে আজ শুক্রবার অত্যন্ত জাঁকজমকের সাথে উৎসবটি পালিত হচ্ছে। ডুমরিয়ার খড়িয়া মির্জাপুর, জিয়ালতলা মহামায়া আশ্রম, রংপুর সাড়াভিটা, শালগাতিয়া, কুলবাড়ীয়া, মাদারতলা খেয়াঘাট, ঝরঝরিয়া, খাররাবাদ, শিবনগর, কাঠালিয়া সহ শতাধিক স্থানে এ উৎসবটি নানা আয়োজনের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়। এ লক্ষে মাগুরখালীর ঝরঝরিয়া বীনাপানি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জেএইচবি যুব সংঘ ও হাতিটানা মৎস্যজীবি সমবায় সমিতি’র যৌথ উদ্দ্যোগে ৪ দিনব্যাপি ক্রীড়া, সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে আজ শুক্রবার শ্রীশ্রী গঙ্গাপূজা, শনিবার গঙ্গাস্নান, প্রসাদ বিতরন, ক্রীড়ানুষ্ঠান ও পুরস্কার বিতরনী, রবিবার রাতে ধর্মীয় যাত্রাপালা রাজা হরিশ চন্দ্র এবং সোমবার রাতে আর্কষনীয় সাংস্কৃতিক অনুষ্ঠান কনসার্ট।