কালিয়ায় আধিপ্যু বিস্তার নিয়ে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১২

0
383

কালিয়া প্রতিনিধি:
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার পহরডাঙ্গা গ্রামে আধিপ্যু বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সময় ইউনিয়ন যুবলীগ অঅফিস সহ ২ টি আফিস ও ৪ টি মটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটেছে।
স্থানিয়রা জানান, ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম সিকদারের সঙ্গে একই ইউনিয়নের বিএনপির সভাপতি আবুল বসার শেখের সঙ্গে দলীয় কোন্দল চলে আসছিলো। এরই জের ধরে গত শনিবার নড়াগাতি থানা আওয়ামী লীগ এর ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দিতে যাবার সময় সেলিম সিকদার ও ওহিদ মোল্লার গ্রুপ ভিন্ন ভিন্ন ব্যানার বানিয়ে গাড়ি বহর করে রওনা হয়। এ সময় ওহিদ মোল্লা গ্রপের লোকজন বিএনপির কিছু লোকজনকে সঙ্গে নিয়ে সেলিম সিকদারের ব্যানার ছিড়ে ফেলে। এতে সেলিম সিকদারের গ্রুপ উত্তেজিত হলে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় গ্রুপের অন্তত ১২ জন আহত হয়েছে। এছাড়া ইউনিয়ন যুবলীগেরে কার্যালয় সহ আরও একটি অফিস ও ৪ টি মটরসইকেল ভাংচুর হয়। পহরডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো: সেলিম সিকদার বলেন, তারা ত্রী-বর্ষীক সম্মেলনে যাবার সময় ওহিদ মোল্লার গ্রুপের লোকজন তাদের উপর আতর্কিত হামলা করে তার ব্যানার ছিড়ে নিয়ে জায় এবং তার লোকজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। অপরদিকে স্থানিয় আওয়ামী লীগ কর্মী ওহিদ মোল্লা বলেন, এই সংঘর্ষ একই দলের দুইটি গ্রুপের। সংঘর্ষে উভয় গ্রুপই ক্ষতিগ্রস্থ হয়েছে। সংঘর্ষে তাদের একটি অফিস ও ক্ষতিগ্রস্থ হয়েছে বলে তিনি জানান। নড়াগাতি থানার ওসি আলমগীর কবির বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।