আশাশুনিতে ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

0
510

মইনুল ইসলাম, আশাশুনি:
আশাশুনি উপজেলার কুল্যা ও দরগাহপুরে ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে প্রতীক বরাদ্দের কার্যক্রম পরিচালনা করা হয়। উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ সাইফুর রহমান জানান, কুল্যা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। যাদের মধ্যে আওয়ামীলীগ দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থী আব্দুল বাছেত ওরফে হারুন চৌধুরী নৌকা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী প্রয়াত এস এম রফিকুল ইসলামের স্ত্রী জাহিদা ইসলাম চশমা প্রতীক, সাবেক মেম্বার আব্দুল মাজেদ গাজী মোটর সাইকেল প্রতীক ও ওমর সাকি পলাশ পেয়েছেন আনারস প্রতীক। একই ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনে (১, ২ ও ৩নং ওয়ার্ড) ৫ জন প্রার্থী নির্বাচনে নেমেছেন। যাদের মধ্যে সালমা খাতুন মাইক প্রতীক, ছবেদা বেগম কলম প্রতীক, পারভিন সুলতানা বই প্রতীক, খালেদা বেগম সূর্য্যমুখী ফুল প্রতীক ও নবীজান খাতুন পেয়েছেন বক প্রতীক। দরগাহপুর ইউনিয়নের সংরক্ষিত (৬, ৮ ও ৯নং ওয়ার্ডে) আসনে দু’জন প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। যার মধ্যে মনোয়ারা বেগম কলম ও মর্জিনা খাতুন পেয়েছেন সুর্য্যমুখী ফুল প্রতীক। আগামী ২৫ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।