রামপালে বাড়ি বাড়ি গিয়ে ভূমি অধিগ্রহন’র চেক প্রদান

0
334

রামপাল প্রতিনিধি: রামপালে খানজাহান আলী বিমান বন্দর এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভূমি অধিগ্রহনের চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট জেলা প্রশাসন এর আয়োজনে মঙ্গলবার বিকাল ৩টায় হোগলডাঙ্গা মাদাসা চত্তরে চেক প্রদান অনুষ্ঠানে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় উপস্থিত থেকে বাড়ী বাড়ী গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে চেক তুলে দেন। এরপর হোগলডাঙ্গা মাদ্রাসা চত্তরে উপস্থিত বিমান বন্দর এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের উপস্থিতিতে এক সমাবেশের আয়োজন করা হয়। বাগেরহাট জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ এর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, অতিরিক্তি জেলা প্রশাসক মোঃ কামরুল ইসলাম, উপলো চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বহী অফিসার তুষার কুমার পাল, রামপাল প্রেসক্লাবের সভাপতি হাওলাদার আব্দুল হাদি সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।