আবারো হাসপাতালে নায়ক ফারুক, নেওয়া হবে সিঙ্গাপুরে

0
391

খুলনাটাইমস বিনোদন: গুরুতর অসুস্থ হয়ে পড়ায় আবারো হাসপাতালে ভর্তি করা হয়েছে ঢাকাই চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি ও ঢাকা-১৭ আসনের সাংসদ নায়ক ফারুকে। গত ৫ সেপ্টেম্বর এভারকেয়ার হাসপাতালে (অ্যাপোলো) ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নায়ক ফারুকের স্ত্রী ফারহানা ফারুক। ফারহানা ফারুক বলেন, ‘এবারো বেশ কিছু পরীক্ষা করানো হয়েছে। কোনো রির্পোট খারাপ আসেনি। কিন্তু শরীরের জ¦র কমছে না। ১০১ ডিগ্রির নিচে নামছে না। তাই আমরা দুশ্চিন্তায় আছি।’ নায়ক ফারুকের স্ত্রী জানান, রক্তে সংক্রমণের জটিলতা দেখা দিয়েছে। এজন্য দ্রæত তার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে। সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের সঙ্গে যোগাযোগও হচ্ছে।’ আজ বুধবার অভিনেতা ফারুকের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে অ্যাপোলো হাসপাতালে বোর্ড মিটিং হবে বলে জানা গেছে। এর আগে গত ১৮ আগস্ট তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা নিয়ে ২৬ আগস্ট বাসায় ফিরেন এই অভিনেতা। জ¦র, সর্দি-কাশিসহ করোনার উপসর্গ থাকায় ফারুকের করোনা পরীক্ষা করা হলে রেজাল্ট নেগেটিভ আসে। এর পরে অসুস্থতা না কমায় দ্বিতীয় দফায় আবারো গত ৩১ আগস্ট রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ফারুকের চলচ্চিত্রে অভিষেক ঘটে। ‘লাঠিয়াল’, ‘সুজন সখী’, ‘নয়ন মণি’, ‘সারেং বৌ’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সাহেব’, ‘আলোর মিছিল’, ‘দিন যায় কথা থাকে’, ‘মিয়াভাই’সহ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। ‘মিয়াভাই’ খ্যাত এই চিত্রনায়ক ‘লাঠিয়াল’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৬ সালে তিনি আজীবন সম্মাননা পান।