হাসপাতালে সাদেক বাচ্চু

0
188

খুলনাটাইমস বিনোদন: ঢাকাই চলচ্চিত্রের গুণী অভিনেতা সাদেক বাচ্চু গুরুতর অসুস্থ। গত ৬ সেপ্টেম্বর রাতে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তিনি এখন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক-চিত্রনায়ক জায়েদ খান। গত রোববার সন্ধ্যায় শ্বাসকষ্ট শুরু হয় সাদেক বাচ্চুর। রাত ১০টার দিকে শ্বাসকষ্ট বেড়ে যায়। রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি করানো হয়। সাদেক বাচ্চুর করোনা পরীক্ষা করানো হয়েছে। আজ (৮ সেপ্টেম্বর) রিপোর্ট আসার পর চিকিৎসা শুরু করবেন চিকিৎসকরা। অন্যদিকে জায়েদ খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি লিখেনÑআমাদের সবার প্রিয় অভিনেতা, ভালো মনের একজন মানুষ সাদেক বাচ্চু ভাই অসুস্থ্। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সবাই তার জন্য দোয়া করবেন। তিনি যেন দ্রæত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। সাদেক বাচ্চুর পুরো নাম মাহবুব আহমেদ সাদেক। ১৯৬৩ সালে বেতারে ‘খেলাঘর’ নাটকে প্রথম অভিনয় করেন। ১৯৭২-৭৩ সালে ‘গণনাট্য পরিষদ’ নামে একটি থিয়েটারের সঙ্গে যুক্ত হন। এরপর অনেক নাট্যদলের সঙ্গে কাজ করেছেন তিনি। ১৯৭৪ সালে টেলিভিশন নাটকে প্রথম অভিনয় করেন। তার অভিনীত প্রথম টিভি নাটক ‘প্রথম অঙ্গীকার’। ক্যারিয়ারে ১ হাজারের বেশি টিভি নাটকে অভিনয় করেছেন সাদেক বাচ্চু। ১৯৮৫ সালে ‘রামের সুমতি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন সাদেক বাচ্চু। খল-অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা পেলেও শুরুটা করেছিলেন চলচ্চিত্রের নায়ক হিসেবে। ‘সুখের সন্ধানে’ চলচ্চিত্রে প্রথম খল চরিত্রে অভিনয় করেন তিনি। অভিনয় ক্যারিয়ারে পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন সাদেক বাচ্চু। ২০১৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এই অভিনেতা।