আন্তর্জাতিক গণিত সম্মেলনে সেরা প্রবন্ধকার হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষক

0
300

ঢাকা অফিস: গত ০৬-০৮ ডিসেম্বর ২০১৯ তারিখে বাংলাদেশ গণিত সমিতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ফলিত গণিত বিভাগের উদ্যোগে ২১তম আন্তর্জাতিক গণিত সম্মেলন অনুষ্ঠিত হয়। “গণিত: চ্যালেঞ্জ এবং বাস্তবতা” শীর্ষক এ সম্মেলনে মোট ১৬০টি প্রবন্ধ ও ২১টি পোস্টার উপস্থাপন করা হয়। সম্মেলনে সেরা তিনটি প্রবন্ধ এবং তিনটি পোস্টার উপস্থাপনকারী দেশ বিদেশের ছয় তরুণ গণিতবিদকে ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়। প্রবন্ধে পুরস্কার বিজয়ী হন হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর গণিত বিভাগের শিক্ষক গোলাম মোস্তফা এবং অপর দুইজন হলেন খুলনা বিশ^বিদ্যালয় এবং জাপানের কিউসু বিশ^বিদ্যালয়ের গণিতবিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপাচার্য ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, জাপান, ফিলিপাইন, ভারত, সৌদি আরব, পর্তুগালসহ বিভিন্ন দেশের বিখ্যাত বিশ্ববিদ্যালয় ও গবেষণা ইনিস্টিটিউটের ১২ জন গণিতবিদ আমন্ত্রিত বক্তা হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন।