আনন্দনগর গ্রামে ঘেরে পাড়ে শসা চাষ

0
1191

খবর বিজ্ঞপ্তি:
শসা একটি জনপ্রিয় পুষ্টিকর সবজি। এতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ, বি, সি এবং ক্যালসিয়াম ও লৌহ রয়েছে। প্রয়োজনীয় পুষ্টির যোগান দেয়া ছাড়াও লাভজনক ও অর্থকরী ফসলের মধ্যে শসা অন্যতম। শসা চাষের জন্য খুব বেশি জমির দরকার হয় না। বসতবাড়ির আঙিনা ছাড়াও মাছের ঘেরের পাড়ে সফলভাবে শসা চাষ করা যায়। এবছর রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আনন্দনগর গ্রামে ঘেরের পাড়ে ব্যাপক জমিতে শসা চাষ হয়েছে।