অস্তিত্ব হুমকিতে পড়লে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে রাশিয়া

0
115
অস্তিত্ব হুমকিতে পড়লে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে রাশিয়া

টাইমস বিদেশ : নিজেদের অস্তিত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে বলে জানিয়েছে রাশিয়া। আল জাজিরা জানায়, গত মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন কি না- এমন প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন। পেসকভ আরও বলেন, আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তার একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে, যা সকলের জন্য উন্মুক্ত। সেখানে কখন বা কোনো পরিস্থিতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হতে পারে সে সমস্ত বিষয়ও উল্লেখ করা আছে। ‘‘তাই কোনো পরিস্থিতি যদি তাদের দেশের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়; তবে সেই নিয়ম অনুসারে তা ব্যবহার করা যেতে পারে।’’পুতিন গত মাসে রাশিয়ার পারমাণবিক বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছিলেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গত ১৪ মার্চ বলেছিলেন, পরমাণু সংঘাতের সম্ভাবনা, যা একসময় কল্পনাও করা যেত না, এখন তা সম্ভব হতে যাচ্ছে। পেসকভ সাক্ষাৎকারে আরও বলেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ তাদের পূর্ব পরিকল্পনা এবং আগে থেকে নির্ধারিত উদ্দেশ্য অনুসারে চলছে। পুতিনের ইউক্রেনে রাসায়নিক ও জৈবিক অস্ত্র ব্যবহার করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এর তাদের এই কৌশলকে ক্রমবর্ধমান ‘নিষ্ঠুর’ আচরণ হিসাবে বর্ণনা করার পরেই পেসকভ এই মন্তব্য করেন।