কাল বগটুই যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

0
165
কাল বগটুই যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

টাইমস বিদেশ : বীরভ‚মের রামপুরহাটে তৃণমূলের উপপ্রধান খুন এবং কয়েক ঘণ্টার মধ্যে বেশ কয়েক বাড়িতে অগ্নিকাÐে অন্তত ৮ জনের মৃত্যুর ঘটনায় উত্তাল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গন। এরইমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বৃহস্পতিবার বগটুইয়ে যাচ্ছেন তিনি। আজ বুধবার ইন্দোরের এক সরকারি অনুষ্ঠানের মঞ্চে এ ঘোষণা দেন তিনি। একইসঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িতদের কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা সরকারে বা আমরা কি চাইবো কোথাও কেউ বোমা মারুক! আমাদের বদনামের চেষ্টা করা হচ্ছে। যারা ঘটনা ঘটিয়েছে তারা কেউ ছাড় পাবে না। ‘বৃহস্পতিবার রামপুরহাট যাওয়ার কথা জানিয়ে মমতা বলেন, ‘আমি আজই যেতাম, কিন্তু বিরোধীরা গেছেন, তাই আজ আমি যাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘ঘটনার পর ৫০ বার ফোন করেছি। ওসি ও এসডিপিওকে সরিয়ে দিয়েছি। সিট গঠন করেছি। ফিরহাদ হাকিমকে পাঠিয়েছিলাম।’ এসময় রাজ্যপাল জগদীপ ধনখড়কে আরও একবার কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তাকে ‘লাট সাহেব’ সম্বোধন করে মমতা বলেন, ”সবসময় রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে অভিযোগ করেন। কিন্তু নিজে রোজ ঘুরে বেড়াচ্ছেন দার্জিলিং থেকে জলপাইগুড়ি। আর বলছেন, সবচেয়ে খারাপ বাংলা।”