অসামঞ্জস্যপূর্ণ শিক্ষক নিয়োগ নীতিমালার বিরুদ্ধে খুবিতে স্বাধীনতা শিক্ষক পরিষদের মানববন্ধন

0
407
????????????????????????????????????

খবর বিজ্ঞপ্তি:
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) অসামঞ্জস্যপূর্ণ অভিন্ন শিক্ষক নিয়োগ নীতিমালা চাপিয়ে দেয়ার ষড়যন্ত্রের
বিরুদ্ধে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর উদ্যোগে বুধবার মানববন্ধন এর আয়োজন করা হয়।মানববন্ধনে সভাপতিত্ব করেন স্বাশিপের ভারপ্রাপ্ত সভাপতি ড. মোঃ ওয়ালিউল হাসনাত। সঞ্চালনা
করেন এবং সূচনা বক্তব্য রাখেন পরিষদের সাধারন স¤পাদক ড. আশীষ কুমার দাস।
মানববন্ধনে সভাপতি বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষকদের যথাযথ মর্যাদা
দিয়েছিলেন এবং তাদেরকে তিনি সর্বদাই শ্রদ্ধা করতেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যাতে স্বাধীন ভাবে
কাজ করতে পারেন এবং গবেষনা করতে পারেন সেজন্য তিনি বিশ্ববিদ্যালয়গুলোকে স্বায়ত্বশাসিত
করেছিলেন। বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছিলেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য যে নীতিমালা
প্রণীত হয়েছে বলে গণমাধ্যমের মাধ্যমে জানা যাচ্ছে ,তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি বা
শিক্ষকদের মতামত বা সুপারিশ গ্রহণ করা হয়নি। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যা শিক্ষকদের মাঝে
উদ্বেগ সৃষ্টি করেছে। এটি কোনো মহলের ষড়যন্ত্র হতে পারে বলে তিনি মন্তব্য করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মতের প্রতিফলন না ঘটিয়ে শিক্ষকদের নিয়োগ,
পদোন্নতি সংক্রান্ত অসামঞ্জস্য অভিন্ন নীতিমালা চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র শিক্ষকরা কোনোভাবেই মেনে
নেবে না। এবিষয়ে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেন। মানববন্ধনে স্বাধীনতা শিক্ষক পরিষদের সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকেরাও
উপস্থিত ছিলেন।