ধানফুল সাহিত্যিক গোষ্ঠীর আয়োজনে “কবিতায় বাংলাদেশ” শীর্ষক অনুষ্ঠান

0
321

খবর বিজ্ঞপ্তি:
ধানফুল সাহিত্যিক গোষ্ঠী রংপুর ডুমুরিয়ার আয়োজনে ১৩৭তম সাহিত্য আসর বুধবার বিকাল ৫টায় রংপুর কালীতলা প্রাথমিক বিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হলে সংগঠনের প্রতিষ্ঠাতা প্রফেসর ড.সন্দীপক মল্লিকের সভাপতিত্বে ও কবি এল কে টফির সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
কবিতায় বাংলাদেশ শীর্ষক আলোচনায় বিশ^ কবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ ও সাহিত্য কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন অনুষ্ঠানের মুখ্য আলোচক, বেতার ব্যক্তিত্ব বিশিষ্ট কবি এস এম হুসাইন বিল্লাহ, কবি ও প্রাবন্ধিক শেখ অলিউর রহমান, লেখক গবেষক অরবিন্দ মৃধা,এম এম তৈয়াবুর রহমান সুধাংশু মল্লিক ও অচ্যুত বসাক। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠে অংশ নেন কবি কাজী রফিকুল ইসলাম, মো: ইমদাদ আলী, বিমল কৃষ্ণ বিশ^াস, মো: ইলিয়াস ঢালী, যোগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, হরেন্দ্রনাথ মÐল, অমল কৃষ্ণ হালদার, গোপাল চন্দ্র বালা, কমল কৃষ্ণ বৈরাগী, শেফালী ঢালী, গবিন্দ বৈরাগী, পরিমল মল্লিক ও তুষার কান্তি বিশ^াস প্রমুখ্। পরে বেতার শিল্পী রবীন্দ্রনাথ মল্লিকের সঙ্গীত পরিচালনায় সঙ্গীত পরিবেশন করেন, ড. সন্দীপক মল্লিক, এস এম হুসাইন বিল্লাহ, অরবিন্দ মৃধা, ইন্দ্রজিত ঘটক, অসিত মল্লিক ও চারণ কবি আনন্দ সরকার।