অভয়নগরে ২৭ বছর ধরে রেডিওর নিয়মিত শ্রোতা মোল্যা নাসির

0
114

রাজয় রাব্বি, অভয়নগর (যশোর):
যশোরের অভয়নগরে ‘সচরাচর দেখা না মিললেও রেডিও (বেতার) শোনার শ্রোতা হারিয়ে যায়নি। এখনও শহর থেকে গ্রামের প্রত্যন্ত এলাকায় রয়েছে অসংখ্য রেডিও শ্রোতা। যারা নিয়মিত শুনেন রেডিও বাংলাদেশসহ বিভিন্ন দেশের অনুষ্ঠান। নারী বা পুরুষ কণ্ঠে ভেসে আসা শব্দতরঙ্গের অনুভূতি বর্তমান প্রজন্ম বুঝবে না।’ রেডিও সম্পর্কে শুক্রবার সকালে কথাগুলো বলছিলেন, উপজেলার নওয়াপাড়া গ্রামের পাঁচকবর এলাকার বাসিন্দা মোল্যা নাসির উদ্দিন। মোল্যা নাসির উদ্দিন পাঁচকবর এলাকার মৃত রুস্তম আলী মোল্যার ছেলে। তিনি উপজেলার শিল্প-বানিজ্য ও বন্দর নগরী নওয়াপাড়া বাজারের ‘ডলফিন টেইলার্সের’ মালিক।
মোল্যা নাসির উদ্দিন বলেন, আমার বাবা ছিলেন রেডিও’র একজন নিয়মিত শ্রোতা। তার প্রেরণায় দীর্ঘ ২৭ বছর ধরে আমিও একজন নিয়মিত শ্রোতা হিসেবে পরিণত হয়েছি। ১৯৯৬ সালে নওয়াপাড়া বাজারে ফিরোজ মার্কেটে দোকানঘর ভাড়া নেওয়ার দিন থেকে রেডিও আমার সঙ্গী। দীর্ঘ ২৭ বছর প্রতিদিন সকাল ১০ থেকে দোকান বন্ধ না করা পর্যন্ত খবর, গান, নাটক, যাত্রাপালা, খেলার ধারাবিবরণী, সংসদ অধিবেশনসহ দেশ-বিদেশের অনুষ্ঠান শুনে থাকি। রেডিও বাংলাদেশের ‘দুর্বার’ আমার পিয় অনুষ্ঠানের একটি। আর যদি কখনও বেড়াতে বা ব্যবসায়ী প্রয়োজনে এলাকার বাইরে যাই, তখন একটি পকেট রেডিও সঙ্গে রাখি। তিনি আরো বলেন, বর্তমানের ডিজিটাল যুগে আমার রেডিও শোনাকে কেন্দ্র করে অনেকে হাসাহাসি করে। তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু তারা জানেনা আমি দেশীয় সাংস্কৃতি ধরে রাখার চেষ্টা করছি। তাই যতদিন বেঁচে থাকব রেডিও বাংলাদেশ বা বাংলাদেশ বেতারের শ্রোতা হিসেবে অনুষ্ঠান শুনে যাব ইনশাআল্লাহ।