অফিস খোলার দুই সপ্তাহের মধ্যে এসএসসির ফল

0
416

খুলনা টাইমস ডেস্ক :
করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমে গেলে যেদিন অফিস খুলবে, তার ২ সপ্তাহের মধ্যে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন। সার্বিক পরিস্থিতি নিয়ে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সঙ্গে এদিন তিনি ভিডিও কনফারেন্স করেছেন।

তিনি “আমাদের প্রস্তুতি হল অফিস খোলার দুই সপ্তাহের মধ্যে এসএসসির ফল ঘোষণা করা হবে। বোর্ডগুলো প্রস্তুতি নিচ্ছে, যেটুকু কাজ বাকি আছে তা অফিস খোলার পরপরই বোর্ডগুলো শেষ করবে।”
গত ৩ থেকে ২৭ ফেরুয়ারী এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রতি বছর সাধারণত পরীক্ষা শেষ হওয়ায় ৬০ দিনের মধ্যে ফল ঘোষণা করা হয়। কিন্তু এবার করোনাভাইরাস মহামারীর কারণে ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তাই ফল প্রকাশেও এবার বিলম্ব হচ্ছে।