সাতক্ষীরার দেবহাটায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল ইউনিয়ন ছাত্রলীগ

0
380

দেবহাটা প্রতিনিধি : সাতক্ষীরার  দেবহাটায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল ইউনিয়ন ছাত্রলীগ। উপজেলার ০৩নং সখিপুর ইউনিয়ন ছাত্রলীগের  উদ্যোগে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ। চলতি মৌসুমের ইরি-বোরো ধান কাটা শুরু হয়েছে। চলতি মৌসুমে ধানের বাম্পার ফলন হলেও করোনাভাইরাস আতঙ্ক ও আকর্ষিক বর্ষা হওয়ায় ধানকাটা শ্রমিকের সংকট দেখা দিয়েছে। ফলে অনেক অসহায় কৃষক তাদের জমির পাকা ধান ঘরে তুলতে পারছেন না। এ অবস্থায় কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশ মোতাবেক কৃষকের লোকসান কমানোর জন্য তাদের পাশে এসে দাঁড়িয়ে ধান কেটে দিয়েছেন সখিপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দরা। সোমবার দিনভর ইউনিয়নের গুরুত্বপূর্ণ এলাকায় ৩ বিঘা জমিতে ধান কেটে জমির ধান কৃষকের বাড়ি তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জে এস আসাদুজ্জামান সোহাগ, সখিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাভাপতি তৌহিদ হোসেন, দেবহাটা কলেজ ছাত্রলীগের সভাপতি আহছানউল্লা কল্লোল ,সাধারণ সম্পাদক আকরাম মাহমুদ, সহ-সভাপতি ফরহাদ হোসেন, ০৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নাজমুল, সাংগঠনিক সম্পাদক তামিম, প্রচার সম্পাদক আরিফ, সাবেক সখিপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুর রায়হান,০৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সদস্য আকিব হোসেন, রাকিব মোড়লসহ অন্যান্য নেতৃবৃন্দ।তবেস্থানীয়ও লোকজন ছাত্রলীগের ব্যতিক্রমী এমন কাজের প্রশংসা করেছেন।একদিকে করোনাভাইরাস অন্যদিকে আকর্ষিক বৃষ্টিতে শ্রমিক সংকটসহ কৃষি মজুরি বৃদ্ধি পাওয়ায় পাকা ধান নিয়ে শঙ্কায় পড়েছেন স্থানীয় কৃষকরা।ফলে কৃষকরা দিশাহারা হয়ে পড়ায় ধান নষ্ট হতে চলেছে। এ অবস্থায় ছাত্রলীগের নেতাকর্মীরা এসে এলাকার দরিদ্র কৃষকের পাশে এসে দাঁড়িয়েছে।