বিভাগীয় বই মেলা সমাপ্ত

0
156

খবর বিজ্ঞপ্তি:
বিভাগীয় বইমেলা খুলনা-২০২১ মঙ্গলবার ১৩ এপ্রিল সমাপ্ত হল। গত ১৯ মার্চ শুরু হয় মুজিববর্ষ একুশে বইমেলা, খুলনা ২০২১ এবং শেষ হয় ৬ এপ্রিল। ৭ এপ্রিল থেকে শুরু হয় খুলনা বিভাগীয় বইমেলা এবং শেষ হয় ১৩ এপ্রিল। করোনা মহামারির কারনে ৩ এপ্রিল থেকে বইমেলা মঞ্চে সকল অনুষ্ঠান বন্ধ ঘোষনা করা হয় এবং শেষ পর্যন্ত, অর্থাৎ ১৩ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠান সংক্রান্ত এই আদেশ বলবৎ থাকে। কিন্তু বইমেলা যথারীতি চলতে থাকে। বইমেলায় মোট ৯৬টি স্টল বরাদ্দ হয়, যার মধ্যে অধিকাংশই বইয়ের স্টল থাকলেও খাবারের দোকানও ছিল। একটি ছোট নাগরদোলা, রেডক্রিসেন্ট সোসাইটির একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র, সালমানস নামে একটি সমাজ সেবামূলক প্রতিষ্ঠানের স্টল, বঙ্গবন্ধু কর্ণার, স্পন্সার প্রতিষ্ঠান রবির একটি স্টলও ছিল। পুরো বইমেলায় শিক্ষা প্রতিষ্ঠান, সাহিত্য সংগঠন, আবৃত্তি স্ংগঠন ও সাংস্কৃতিক সংগঠন মিলিয়ে প্রায় দেড় শতাধিক প্রতিষ্ঠানের অংশগ্রহনের কথা থাকলেও করোনার প্রাদুর্ভাব এবং লকডাউনের কারনে বইমেলার মঞ্চে ৩ এপ্রিল থেকে সব ধরনের অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেয় মেলা কর্তৃপক্ষ। ২ এপ্রিল পর্যন্ত ৭২টি প্রতিষ্ঠান তাদের পরিবেশনা নিয়ে বইমেলার মঞ্চে আসে। তবে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বইমেলা প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে। মুজিববর্ষের ভাবগাম্ভীর্য বজায় রেখে বিষয়ভিত্তিক অনুষ্ঠানমালা এবং বাংলাদেশ বেতার খুলনার ২৫ সদস্যের একটি উপস্থাপকদলের সার্বিক সমন্বয়ে ছিলেন সাইফুল ইসলাম মল্লিক। বর্তমান করোনা পরিস্থিতির কারনে ক্রেতা-দর্শনার্থী পর্যাপ্ত না থাকলেও মেলায় কোন ধরনের অনাকাঙ্খিত কিংবা নেতিবাচক ঘটনা ঘটেনি। পুলিশ সদস্যদের সার্বক্ষণিক উপস্থিতি এবং পর্যাপ্ত সিসি ক্যামেরা দ্বারা পুরো বইমেলাটি কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে ছিল।