পাইকগাছার মামুদকাটি অনির্বাণ লাইব্রেরীতে প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত।

0
374

শেখ নাদীর শাহ্,কপিলমুনি,খুলনা:

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প-২ এর উঠান বৈঠক পাইকগাছার মামুদকাটি অনির্বাণ লাইব্রেরীতে অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) পাইকগাছা তথ্য অফিস আয়োজিত ও অনির্বাণ লাইব্রেরীর সহযোগীতায় অনুষ্ঠিত বৈঠকে গ্রামের মহিলাদের নিয়ে ডেঙ্গুজ্বর,ধুমপান,মাদক, হাইজিন,স্যানিটেশন, ডায়রিয়া নিয়ে ব্যাপক স্বাস্থ্য শিক্ষা প্রদান করা হয়। এসময় ডেঙ্গুজ্বরের, ধুমপানের কূফল ডায়রিয়ার ও স্যানিটেশনের উপর লিফলেট বিতরণ করা হয়।

অনির্বাণ লাইব্রেরীর উপদেষ্ঠা ও (অব: অধ্যাপক) কালীদাস চন্দ্র’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা তন্বী দাশ, উপজেলা জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার মন্ডল।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তথ্যসেবা সহকারী জাহানারা খাতুন।