_ _না সা_ট _ _জ ময়দান !

0
483

কামরুল হোসেন মনি : খুলনা সার্কিট হাউজ মাঠে জেলা প্রশাসন আয়োজিত চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা শুরু হয়েছে ৪ অক্টোবর। এই মাঠে সরকারি-বেসরকারিভাবে বিভিন্ন সময়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দ্বিতীয় দিনেও জাতীয় এ উন্নয়ন মেলায় ১৫৩ স্টলে ভিড় করছে উৎসাহী মানুষ। মাঠে প্রবেশদ্বার মেইন গেটের উপরে সাইনবোর্ডের দিকে আগত দর্শনার্থীদের কৌতূহলবশত চোখ পড়ে। সাইনবোর্ডে ‘ময়দান’ লেখাটি সম্পূর্ণ আছে কিন্তু ‘খুলনা সার্কিট হাউজ’ লেখার অধিকাংশ অক্ষরগুলোই নেই। পুরো লেখাটি হবে ‘খুলনা সার্কিট হাউজ ময়দান’। দীর্ঘ কয়েক বছর সংস্কার না হওয়ার কারণে এরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

৫ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে এ চিত্রটি আগত দর্শানার্থীদের দৃষ্টিগোচর হয়। অনেক আগত দর্শনার্থী ক্ষোভের সাথে এ প্রতিবেদককে বলেন, গত বছরেও ওই প্রবেশদ্বারে ‘খুলনা সার্কিট হাউজ ময়দান’ লেখাটির কিছু অক্ষর ভেঙে বা উঠে গিয়েছিলো। তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এটা ঠিকঠাক করার জন্য উদ্যোগ নেওয়া উচিত ছিল।

বয়রা মহিলা কলেজের সামনে থেকে আসা দর্শনার্থী সুমাইয়া খাতুন বলেন, সাইনবোর্ডের এ দৃশ্যটি দেখতে নিজের কাছেই খারাপ লাগছে। কারণ এই উন্নয়ন মেলাতে বিভিন্ন প্রতিষ্ঠান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এখানে আসছেন। অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এটা দেখে ব্যাঙ্গ করছেন। এই সামান্য ভুলের জন্য উন্নয়ন মেলার ভাবমূর্তি নষ্ট হচ্ছে। দেখতেও বেশ খারাপ লাগছে। এমনিতে অনেক অক্ষর নেই তারপর রঙ জ্বলে যাওয়ায় দেখতেও খুব বাজে লাগছে বলে তিনি মন্তব্য করেন।

অপর দর্শনার্থী মোঃ সাইফুর রহমান বলেন, চতুর্থ জাতীয় উন্নয়ন মেলায় খুলনা সার্কিট হাউজ ময়দানে বিভিন্ন দপ্তরের স্টলে পসরা সাজানোগুলো মানুষের দৃষ্টি কেড়েছে। এটা প্রশংসা করার মতো। কিন্তু অনেক দূরদূরান্তের মানুষ যারা খুলনায় অপরিচিত তাদের বলা হয় খুলনা সার্কিট হাউজ ময়দানে এই মেলা হচ্ছে। তারা যদি ওই লেখাটি পড়ে হাস্যরস করেন তখন আমাদেরই গায়ে লাগবে। এটাই স্বাভাবিক। তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এটি দ্রুত সংস্কার করার জন্য দৃষ্টি আকর্ষণ করেন। ফেসবুকের মাধ্যমে ওই দৃশ্য’র ছবি আপলোড করতে দেখা গেছে বলে তিনি জানান।

জানা গেছে, গত বছরও এই সার্কিট হাউজে উন্নয়ন মেলায় ওই সাইনবোর্ডে দুই-তিনটি অক্ষর ছিলো না। এখন শুধু ‘ময়দান’ লেখার সব অক্ষর আছে। খুলনা ও সার্কিট হাউস লেখার অক্ষরগুলো আস্তে আস্তে সব উঠে যাচ্ছে।

সাইনবোর্ডটিতে দেখা গেছে, ‘খুলনা’ লেখায় তিনটি অক্ষরই উঠে গেছে, ‘সার্কিট হাউজ’ লেখার মধ্যে দুইটি অক্ষর নেই। শুধু ‘ময়দান’ লেখাটি সম্পূর্ণ অক্ষর আছে। তাও রং জ্বলে যাওয়ায় লেখাটিও বাজে দেখাচ্ছে।

এ ব্যাপারে শুক্রবার রাতে খুলনা জেলাপ্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এ প্রতিবেদককে এ বিষয়ে তার দৃষ্টি আর্কষণ করলে তিনি বলেন, আমি মেলার মধ্যে অবস্থান করছি, বিষয়টি দেখছি।

উল্লেখ্য, প্রতিবছর বিভিন্ন উপলক্ষে এই সার্কিট হাউজ ময়দানে সরকারি ও বেসরকারিভাবে এখানে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে আসছে। এর মধ্যে মেলা অন্যতম। এছাড়া দিনের বেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের খেলার আয়োজন করা হয়।