স্বাধীনতা দিবসে আওয়ামী লীগের কর্মসূচি গ্রহণ

0
456

২৫ মার্চ কালো রাত এবং মহান স্বাধীনতা দিবসে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে ভয়াল ২৫ মার্চ সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা এবং আলোচনা সভা শেষে শহীদ হাদিস পার্কে মোমবাতি প্রজ্জ্বলন, ২৬ মার্চ সকাল সাড়ে ৬টায় গল্লামারীতে শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, সকাল ৮টায় জাতীয় সঙ্গীত পরিবেশ, জাতীয় সঙ্গীত শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া দলীয় কার্যালয় আলোক সজ্জা করা হবে। এসকল কর্মসূচিতে মহানগর, জেলা, থানা, উপজেলা, ওয়ার্ড, ইউনিয়ন আওয়ামী লীগ এবং সজল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসকল কর্মসূচিতে অংশ গ্রহণ করবে। তবে খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা এবং সকল উপজেলা স্ব স্ব থানায় এবং উপজেলা কর্মসূচি পালন করবে। এছাড়া ২৬ মার্চ সকাল সাড়ে ৬টায় ২৪, ২৫, ২৬, ১৯, ১৮,১৭ ও ২০ নং ওয়ার্ড গল্লামারী স্মৃতিসৌধে মিছিল সহকারে অংশগ্রহণ করার জন্য আহবান জানিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এমপি, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক হুইপ এস এম মোস্তফা রশিদী সুজা এমপি, মহানগর আওয়ামী লীগ সাধারণ সাধারণ সম্পাদক ও ১৪দলের সমন্বয়ক আলহাজ্ব মিজানুর রহমান মিজান এমপি।
সংবাদ বিজ্ঞপ্তি