সবুজের মাঝে লাল সূর্য-খন্দকার সাব্বির আহমেদ

0
666

রক্তে ভেজা সবুজ ঘাস
বাংলার আকাসে-বাতাসে
করুন আর্তনাদ ।

দুঃখী মায়ের কান্নায়
বেদনায় ভারাক্রান্ত্র
অলি-গলি রাজপথ ।

চিল শকুন শিয়ালের ডাকে
বাংলা কেঁদে ওঠে
মা-বোন ভাইদেও জন্য ।

সূর্যেও প্রখর শিখা
মনে অস্তমিত হয়
চাঁদও দ্যায় না আলো ।

নিঃশব্দে চোখের জলে ভেজে
শরীরের অঙ্গ -প্রতঙ্গ
নিস্তব্দতার অন্ধকাওে জাগে বেদনা।

এই রক্তের মাঝে
আমরা চাই স্বধীনতা
বাংলার মাটির বুকে ।

সবুজের প্রন্তে টেনে আনবো
ঐ প্রদ্বীপ্ত সূর্যকে
বুকে থাকবে স্বাধীনতার গর্ব ।

মানুষের কোলাহলে মুখরিত
এই বাংলার মাটি
আমরা হবো স্বাধীন।

সবুজ ঘাসের ঐ রক্ত
সবুজেই রাখবো সূর্য করে
স্মৃতির মাঝে থাকবে লাল রক্ত।

ঐ রক্ত রাঙা সূর্যকে টেনে
মোরা গেঁথে দিলাম স্বাধীন হয়ে
সবুজের মধ্যখানে স্মৃতি করে ।

বাংলা সত্যি হলো স্বাধীন
পতাকার বুকে তাই বসালাম
সবুজের মধ্যমনি রক্তলাল সূর্যকে।

আমাদের এই দেশ
ঔাল সবুজ পতাকা লয়ে
আজ তাই বাংলাদেশ ।