দেবহাটায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা

0
120

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় মাসিক আইন শৃঙ্খলা, চোরাচালান নিরোধ, সন্ত্রাস ও নাশকতা, মানব পাচার প্রতিরোধ, যৌতুক ও বাল্যবিবাহ নিরোধ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২ টায় উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,কৃষি অফিসার শরীফ মো তিতুমীর, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু,পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান।এসময় ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার,দেবহাটা সরকারী বিবিএমপি হাই স্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, বিওপি কোম্পনী কমান্ডার বন্দে আলী মিয়াসহ উপজেলার বিভিন্ন ক্যাম্প কমান্ডার,আনছার ভিডিপির প্রতিনিধি ও আইন শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। সভায় আগামী ২৮ নভেম্বর আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখা, বাল্য বিবাহ শূন্যের কোটায় আনা,ব্যাটমিন্টন খেলার জন্য হুকিং করে বিদুৎ চুরি বন্ধ করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহত হয়। এর আগে উপজেলা মাসিক সাধারন সভা ও ভোক্তা অধিকার বিষয়ে পৃথক পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।