বটিয়াঘাটার ইউএনও’র ভ্রাম্যমান আদালত পরিচালনা

0
136

বটিয়াঘাটা প্রতিনিধি:
বটিয়াঘাটা উপজেলা প্রশাসন করোনা মোকাবেলায় সেই শুরু থেকেই নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। কার্যক্রমের মধ্যে মাস্কবিহীন চলাফেরা করা ব্যক্তিদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ, ব্যক্তি উদ্যোগে খাদ্য উপকরণ সহায়তা ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নজরুল ইসলাম দিনব্যাপী উপজেলার জলমা ইউনিয়নের জিরোপয়েন্ট ও মহানগরী খুলনার প্রবেশদ্বার গল্লামারী সহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনি নয়টি মামলায় পনের জনের কাছ থেকে তিন হাজার আট শত টাকা জরিমানা আদায় করেন। শুধু তাই নয়, করোনা শুরুর সেই থেকেই মোবাইলকোর্ট পরিচালনার বাইরেও সর্বশেষ গত দুইদিনে ইউএনও মোঃ নজরুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল হাই সিদ্দিকী পৃথক পৃথক ভাবে আদালত পরিচালনা করে সর্বমোট চব্বিশটি মামলায় দশ হাজার আট শত টাকা জরিমানা আদায় করেন। এছাড়াও উপজেলা প্রশাসন করোনা মোকাবেলায় জেলা প্রশাসক মোহাম্মাদ হেলাল হোসেনের দিক নির্দেশনা মোতাবেক আদালত পরিচালনার পাশাপাশি বিনামূল্যে মাস্ক বিতরণ সহ হ্যান্ড মাইকিংয়ের মাধ্যমে সচেতনামূলক প্রচার- প্রচারণা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম এ প্রতিনিধিকে জানান, সরকার জনসাধারণকে সেভ করতে ও জনসচেতনতা গড়ে তুলতে একের পর এক বিভিন্নমুখী পদক্ষেপ চালিয়ে যাচ্ছে। কারন জনগনই সরকার। সরকারই জনগন।