কেএমপি’র গোয়ান্দা পুলিশের অভিযানে ১১ জুয়ারি আটক

0
177

নিজস্ব প্রতিবেদক:
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ১১ জন জুয়ারি আটক করা হয়। এ সময় তাদের নিকট হতে জুয়া খেলার সরঞ্জাম (চব্বিশ পিস তাস) ও নগদ ত্রিশ হাজার আটশত টাকা উদ্ধার করা হয়েছে।
আটককৃত আসামীরা হলেন, গোপালগঞ্জ জেলা ও থানার সুলতান শাহী মোল্লাপাড়া এলাকার মৃতঃ শাহনেওয়াজ মোল্লার পুত্র মোঃ ইকবার হোসেন @ শিপন (৪০), খুলনা জেলা ও সদর থানার মিয়াপাড়া ১৬ নং কেন্দীয় রোড এলাকার মৃতঃ হাজী আব্দুল খালেকের পুত্র মোঃ আবু ওবাইদুল্লাহ আজাদ (৫৪), খুলনা জেলা রুপসা থানার আইচগাতী শাহাপাড়া এলাকার মৃতঃ চিত্তরঞ্জন শাহার পুত্র লিটন শাহা (৪৪), বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার পোলেরহাট এলাকার মৃতঃ মালেক হাওলাদারের পুত্র মোঃ পলাশ হাওলাদার (৩২), সোনাডাঙ্গা মডেল থানার শের-এ বাংলা রোড এলাকার মৃতঃ নাজিমের পুত্র মোঃ হাবিব (৫৫), খুলনা সদর থানার ৩৪ ইসলামপুর রোড এলাকার মৃত আবুল কাশেমের পুত্র আশফাকুজ্জামান @ খোকন (৫৮), বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার নলভিটা এলাকার মৃতঃ তৈয়ব আলী শেখের পুত্র মোঃ সেকেন্দার শেখ (৫০), বরগুনা জেলা ও থানার ঘটবাড়িয়া এলাকার মৃতঃ হযরত আলীর পুত্র মোঃ আফজাল হোসেন আকন (৫০), একই জেলা বেতাগী থানার জলসা হোসনাবাগ ইউনিয়ন এলকার সেকেন্দার হাওলাদারের পুত্র মোঃ সেলিম হাওলাদার (৫৫), খুলনা জেলার খানজাহান আলী থানার শিরোমনি মধ্যপাড়া এলাকার মৃতঃ ইউনুস আলীর পুত্র শেখ মোঃ মুসা (৬৪), খুলনা জেলার সদর থানার সাহেবের কবরখানা মুড়িপট্টি এলাকার মৃতঃ মুকুন্দ চন্দ্র শীলের পুত্র তপন কুমার শীল (৪৫)।
আসামীদের খুলনা মহানগরীর সদর থানাধীন মিয়াপাড়া ১৬ নং কেন্দ্রীয় জামে মসজিদ রোড, মোঃ আবু ওবাইদুল্লাহ এর নিজ বাড়ীর তৃতীয় তলায় সিড়ির পশ্চিম পাশের রুমের ভিতর হইতে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত ব্যক্তিরা উক্ত স্থানে দীর্ঘদিন যাবত জুয়া খেলার আসর বসিয়ে থাকে। তাদের বিরুদ্ধে খুলনা সদর থানায় ১৮৬৭ সালের জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।