নোয়াখালীতে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

0
150

টাইমস ডেস্ক:
নোয়াখালীর হাতিয়া উপজেলায় ১৬ বছর আগে গৃহবধূকে ধর্ষণের দায়ে মো. ইব্রাহিম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদ-ের আদেশ দেয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোহাম্মদ সামস্উদ্দীন খালেদ আসামির উপস্থিতিতে এ রায় দেন। দ-প্রাপ্ত মো. ইব্রাহিম উপজেলার শূন্যেরচর গ্রামের আবদুল হাইয়ের ছেলে। আদালত সূত্রে জানা যায়, ২০০৪ সালে উপজেলার শূন্যেরচর এলাকায় দরজা ভেঙে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণ করেন ইব্রাহিম। এ ঘটনায় ইব্রাহিম ও তার বন্ধু আবদুল হাসিমকে আসামি করে হাতিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই গৃহবধূ। মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণসহ দীর্ঘ শুনানি শেষে গতকাল বুধবার আদালত আসামি ইব্রাহিমকে যাবজ্জীবন সশ্রম কারাদ- দেন এবং ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদ-ের আদেশ দেন। এ সময় অপর আসামি আবদুল হাসিমকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়। রাষ্ট্রপক্ষে মো. মর্তুজা আলী পাটোয়ারী এবং আসামিপক্ষে আবদুর রহমান, আবু সাঈদ মোহাম্মদ নোমান ও মোসলেহ উদ্দিন মামলাটি পরিচালনা করেন।