ঘণ্টা বাজিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ!

0
148

টাইমস ডেস্ক :
সরকারের দৃষ্টি আকর্ষণ করতে ঘণ্টা বাজিয়ে তাজরিন গার্মেন্টসের আহত শ্রমিকরা আর্ট পারফরম্যান্স করেছেন। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে এই আর্ট পারফরম্যান্স করেন আহত পোশাক শ্রমিকরা। এই সময় দেখা যায়, এক শ্রমিক ঘণ্টা বাজাচ্ছেন। আর অন্যরা ফেস্টুন হাতে বসা। তাদের ফেস্টুনে লেখা ছিল: ‘আইন সংশোধন করো, তাজরিনের আহত শ্রমিকদের সম্মানজনক ক্ষতিপূরণ দাও’, ‘শুনতে কি পাও’, ‘দেখতে কি পাও’, ‘বুঝতে কি চাও’। পুনর্বাসন এবং সুচিকিৎসার দাবিতে গত ১৮ সেপ্টেম্বর থেকে প্রায় ২৫টির মতো পরিবার প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে। কর্মসূচিতে শ্রমিকরা বলেন, ‘তাজরিন ফ্যাশন লিমিটেডের ভয়াবহ অগ্নিকা-ে আহত শ্রমিকরা এখন বিনা উপার্জনে মানবেতর জীবনযাপন করছেন। তাদের বাড়িতে থাকার কোনও পরিবেশ নেই, অনেকের পরিবারে অন্যকোনও উপার্জন করার লোক নেই। অগ্নিকা-ের পর থেকে অসুস্থতায় অন্য কোনও কাজও করা সম্ভব না। তাই অতি শিগগিরই আহত শ্রমিকদের ক্ষতিপূরণ, পূণর্বাসন ও সু-চিকিৎসার দাবি জানাচ্ছি।’ শ্রমিকরা জানায়, তাদের চিকিৎসার পর পুনর্বাসনের কথা থাকলেও এখনও তা বাস্তবায়ন হয়নি। কোম্পানির বিভিন্ন বায়ারও সেই সময় সাহায্যের কথা বলেছিল। কিন্তু সেটিও পাইনি। সব মিলিয়ে এখন দুর্বিষহ জীবন যাপন করছি।