রক্তক্ষরণ বন্ধ সৌমিত্রের, চিকিৎসায় সাড়া দিয়েছেন

0
200

টাইমস বিনোদন:
কলকাতার কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের রক্তক্ষরণ বন্ধ হয়েছে। চিকিৎসায় খানিকটা সাড়া দিয়েছেন তিনি। তবে তার হিমোগ্লোবিনের পরিমাণ এখনও একই রয়েছে। ভাস্কুলার সার্জন, রেডিওলজিস্ট, অ্যানাস্তেসিস্ট তাকে ২৪ ঘণ্টাই পর্যবেক্ষণে রেখেছেন। নতুন করে যাতে আর রক্তক্ষরণ না হয়, সেদিকেই বিশেষভাবে খেয়াল রেখেছেন চিকিৎসকরা। কলকাতার বেলভিউ হাসপাতালের চিকিৎসক অরিন্দম কর জানিয়েছেন, বর্ষীয়ান অভিনেতার অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ হয়েছে। নতুন করে যাতে আর কোনোভাবে রক্তক্ষরণ না হয় সেদিকে খেয়াল রাখা হচ্ছে। তবে তার হিমোগ্লোবিনের মাত্রা একই রকম রয়ে গেছে। তিনি বলেন, তার শরীর থেকে জমাটবাঁধা রক্ত বের করার প্রক্রিয়াও চলছে। শরীরে অক্সিজেনের মাত্রাও ঠিকই রয়েছে। তবে তার অচেতন ভাব এখনও কাটেনি। সেটিই কীভাবে কাটিয়ে আবার আগের মতো সুস্ত করা সম্ভব হয় সে বিষয়েই চিন্তাভাবনা চালাচ্ছেন চিকিৎসকরা। গত ৬ অক্টোবর থেকে হাসপাতালে চিকিৎসাধীন সৌমিত্র চট্টোপাধ্যায়। করোনা আক্রান্ত অবস্তায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্লাজমা থেরাপির পর তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। সেই সঙ্গে চিকিৎসায়ও সাড়া দিতে থাকেন তিনি। কিন্তু আচমকাই তার শারীরিক অবস্তা সংকটজনক হয়ে পড়ে। চিকিৎসক অরিন্দম করের মতে, ৮৫ বছর বয়সে করোনা সংক্রমণ। তার ওপর আবার কোমর্বিডিটি। এমনকী এতদিন ধরে ভেন্টিলেশন সাপোর্ট- সব মিলিয়ে বেশ কঠিন হয়ে যায় পরিস্তিতি। তবে এখন প্রত্যেকের একটাই প্রার্থনা, সমস্ত প্রতিকূলতা যেন কাটিয়ে উঠতে পারেন অভিনেতা।