অবশেষে ৭ হলে মুক্তি

0
331

খুলনাটাইমস বিনোদন: ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ সিনেমা দিয়ে ২০১৪ সালে চলচ্চিত্র পরিচালক হিসেবে পথ চলা শুরু করেন কবি মাসুদ পথিক। সেরা চলচ্চিত্রসহ বেশ কয়টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে ছিলো সেই সিনেমা। মাসুদ পথিক পুরস্কৃত হয়েছিলেন সেরা গীতিকার হিসেবে। অনেক প্রতিবন্ধকতা পার করে অবশেষে শুক্রবার মুক্তি পাচ্ছে মাসুদ পথিকের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘মায়া দ্য লস্ট মাদার’। নির্মাতার স্বপ্ন ছিলে অনেক হলে একসঙ্গে মুক্তি দিবেন সিনেমাটি। কিন্তু সম্ভব হয়নি সেটা। সিনেমাটি মুক্তি দিতে গিয়ে তিনি নোংরা রাজনীতির শিকার হচ্ছেন বলে দাবি করেছেন। কয়েকদিন আগে মাসুদ পথিক এক স্ট্যাটাসে লিখেছিলেন, ‘আমি বোধ করি আর সিনেমা বানাবো না। বানানো সম্ভব নয়। এত ষড়যন্ত্র, এত ঈর্ষার আগুন ফেস করে বেঁচে থাকাই কি সম্ভব এই সমাজে? এই প্রশ্ন নিজের কাছেই? আহারে আমার ‘মায়া’। কান্না পাচ্ছে, খুব!’ ২৪ ডিসেম্বর মাসুদ পথিক তার এক স্ট্যাটাসে লিখেন, ‘ষড়যন্ত্র কাকে বলে! ‘মায়া : দ্য লস্ট মাদার’ যাতে হল না পায় একটা গ্রুপ নিরলস কাজ করে যাচ্ছে।’ অবশেষে শুক্রবার সাত সিনেমা হলে মুক্তি পাচ্ছে বছরের শেষ সিনেমা ‘মায়া দ্য লস্ট মাদার’। নির্মাতা মাসুদ পথিক জানান, প্রথম সপ্তাহে ছবিটি চলবে ঢাকার বলাকা, শ্যামলী সিনেমা, নারায়ণগঞ্জের সিনেস্কোপ, সিলেটের বিজিপি সিনেমা হল, খুলনার লিবার্টি, বগুড়ার সোনিয়া ও চট্টগ্রামের সিলভার স্ক্রিন-এ। মাসুদ পথিক পরিচালিত সরকারি অনুদানপ্রাপ্ত এই ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম ‘নারী’ এবং কবি কামাল চৌধুরীর ‘যুদ্ধশিশু’ কবিতা অবলম্বনে নির্মিত হয়েছে ‘মায়া, দ্য লস্ট মাদার’ ছবিটি। ছবিটি নিয়ে জ্যোতি বলেন, ‘প্রতিটি দেশপ্রেমী মানুষেরই এটা দেখা উচিত। ছবিটিতে আছে মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তিযুদ্ধ-পরবর্তী বর্তমান সমাজব্যবস্থার বাস্তব চিত্র। এতে মাটির গন্ধ আছে, আরও আছে বাংলাদেশের ৬৮ হাজার গ্রাম-বাংলার রূপ। সবাইকে ছবিটি দেখার আমন্ত্রণ জানাই।’ এতে জ্যোতিকা জ্যোতি ছাড়াও অভিনয় করেছেন মুমতাজ সরকার (কলকাতা), প্রাণ রায়, দেবাশীষ কায়সার, সৈয়দ হাসান ইমাম, ঝুনা চৌধুরী প্রমুখ।