৯৬ গ্রামের কেন্দ্রীয় হরিগুরুচাঁদ মন্দির ও সেবাশ্রমে শান্তিহরি যুগল বিগ্রহ প্রতিষ্ঠা

0
411

অভয়নগর প্রতিনিধি:
অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের ডহর মশিয়াহাটি গ্রামে হরিগুরুচাঁদ মতুয়া মিশন শাখা, মতুয়ারতœ দশরথ মন্ডলের স্বপ্নের ৯৬ গ্রামের কেন্দ্রীয় হরিগুরুচাঁদ মন্দির ও সেবাশ্রমে শান্তিহরি যুগল বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় শান্তিহরি যুগল বিগ্রহ প্রতিষ্ঠা করেন সভাপতি শ্রীশ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন ও প্রতিষ্ঠাতা সভাপতি, শ্রীশ্রী হরিগুরুচাঁদ কল্যান ট্রাস্ট, শ্রীধাম ওড়াকান্দি মতুয়াচার্য পদ্মনাভ ঠাকুর। বিগ্রহ প্রতিষ্ঠা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা সভাপতি ৯৬ গ্রামের কেন্দ্রীয় শ্রীশ্রী হরিগুরুচাঁদ মন্দির ও সেবাশ্রম মতুয়ারতœ দশরথ মন্ডল। এসময় বিশিষ্টজন হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া পৌরসভার পৌর মেয়র সুশান্ত কুমার দাশ শান্ত, নওয়াপাড়া মটর শ্রমিক লীগের সেক্রেটারী ও সাবেক প্যানেল মেয়র রবীন অধিকারী ব্যাচা, মণিরামপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, হরিদাশকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিপদ ভঞ্জন পাঁড়ে, সুন্দলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিকাশ রায় কপিল, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য দীপংকর দাস রতন, তেরখাদা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ হরিদাশ মজুমদার, সিঙ্গিয়া আদর্শ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক রমেশ চন্দ্র অধিকারী, মশিয়াহাটি ডিগ্রী কলেজের বাংলা বিভাগের প্রভাষক গোবিন্দ চন্দ্র বিশ^াস, সুন্দলী ইউনিয়ন আ’লীগ সভাপতি অধীর কুমার পাঁড়ে, সাধারণ সম্পাদক পরিতোষ বিশ^াস, হরিগুরুচাঁদ মন্দির ও সেবাশ্রমের সাধারণ সম্পাদক হীরামন বিশ^াস প্রমূখ।