৭ মার্চ ঐতিহাসিক জাতীয় দিবস উদযাপনে খুবিতে কর্মসূচি গ্রহণ

0
268

খবর বিজ্ঞপ্তি:
আজ ৭ মার্চ ঐতিহাসিক জাতীয় দিবস। যথাযোগ্য মর্যাদায় ও উৎসাহ উদ্দীপনার সাথে দিবসটি উদযাপনে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯ টায় শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯.১০ মিনিটে ‘কালজয়ী মুজিব’ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, সকাল ৯.৪৫ মিনিটে ‘কালজয়ী মুজিব’ প্রাঙ্গণ থেকে আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবন পর্যন্ত শোভাযাত্রা, সকাল ১০ টায় সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা ও বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ভিডিও প্রদর্শনী, বিকেল ৪ টায় অদ্যম্য বাংলা চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যা ৬টা থেকে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ভিডিও ও চলচ্চিত্র প্রদর্শনী। উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।