৫০টি কচ্ছপসহ আটক ২

0
519

বিজ্ঞপ্তি : (২০ নভেম্বর) ১টায় এএসপি মোঃ বজলুর রশিদ এর নেতৃত্বে র‌্যাব-৬, সিপিসি-১ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারে যে, খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন বটিয়াঘাটা বাজারে অবৈধ বণ্য প্রাণী পাচারকারী জীবিত কচ্ছপ (দুর) অবৈধ ভাবে ক্রয়-বিক্রয়ের জন্য মজুদ করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন বটিয়াঘাটা বাজারস্থ মুরগীর আড়তের মধ্যে জনৈক আঃ আজিজ শেখ (৫৫) এর মুরগীর দোকানের সামনে পৌঁছাইলে র‌্যাবের উপস্থিতি টের পাইয়া কতিপয় ব্যাক্তি দৌড়াইয়া পালানোর সময় সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ধৃত আসামী রঞ্জন বৈরাগী (৪০), পিতা-রবেন বৈরাগী, রামপ্রসাদ রায় (৫৫), পিতা-মৃতঃ গুরুপদ রায়, জেলা-খুলনাদ্বয়কে হাতেনাতে ধৃত করিতে সক্ষম হয়। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামীর নিকট হইতে ৫০ (পঞ্চাশ) টি জীবিত কচ্ছপ উদ্ধার করা হয়। যাহার মূল্য আনুমানিক ২০,০০০/- (বিশ হাজার) টাকা। পরবর্তীতে ৫০ (পঞ্চাশ) টি জীবিত কচ্ছপকে ওয়াইল্ড লাইফ ইন্সপেক্টর, বন্য প্রাণী উদ্ধার ও পূর্নবাসন কেন্দ্র, খুলনায় জমা দেওয়া হয় এবং আসামীদ্বয়কে খুলনা জেলার বটিয়াঘাটা থানায় হস্তান্তর করতঃ মামলা রুজু করা হয়।
এসব বন্য প্রাণী অসাধু ব্যবসায়ীদেরকে আইনের আওতায় নিয়ে আসা ও এ ধরণের গ্রেফতার অভিযান ভবিষ্যতে আরও অব্যাহত থাকবে।