৪২ প্রেক্ষাগৃহে ‘সাপলুডু’

0
310

খুলনাটাইমস বিনোদন: শুক্রবার দেশজুড়ে ৪২ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে চলতি বছরের বহুল প্রতীক্ষিত ছবি ‘সাপলুডু’। খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন নির্মাতা গোলাম সোহরাব দোদুল। নির্মাণের শুরু থেকেই আলোচনায় ছিলো ‘সাপলুডু’। আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরুর আগে এই ছবির একটি স্থিরচিত্র ও কোথাও দেখা যায়নি। যারফলে ছবিটি নিয়ে ব্যাপক আগ্রহ ছিলো দর্শকের। মাঝখানে টিজার মুক্তি দিয়ে রীতিমত হইচই ফেলে দেন নির্মাতা। দীর্ঘ অপেক্ষা শেষে অবশেষে দর্শকের সামনে নিজের প্রথম ছবিটি নিয়ে আসতে পেরে আপ্লুত নির্মাতা দোদুল। বললেন, আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করেছি ভালো একটি ছবি উপহার দেয়ার। কোথাও আমাদের সাধ্যের কমতি রাখিনি। এখন বাকিটা দর্শকের উপর। ৪২ প্রেক্ষাগৃহে মুক্তির বিষয়ে দোদুল বলেন, এই সংখ্যায় আমরা খুশি। ঢাকা ও ঢাকার বাইরে সবচেয়ে ভাল হলগুলোতে ‘সাপলুডু’ মুক্তি পাচ্ছে, এটা খুবই স্বস্তির খবর। আমরা চাইলে আরো বেশি হলে ছবিটি দিতে পারতাম, কিন্তু এই সপ্তাহটা আমরা পর্যবেক্ষণে রাখতে চাই। গেল সপ্তাহে মুক্তি পেয়েছে সাপলুডু’র ট্রেলার। যা প্রকাশের পর প্রশংসা পেয়েছেন নির্মাতা। ছবিতে তারিক আনাম খান, জাহিদ হাসান, সালাহউদ্দিন লাভলু, শতাব্দী ওয়াদুদ ও রুনা খানদের উপস্থিতি সবার মধ্যে ছবিটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরী করেছে। ট্রেলারে একটু ঝলক দেখেই চরিত্রাভিনেতাদের লুক, সংলাপ ও অভিনয়ের প্রশংসা করছেন দর্শক। আলাদাভাবে প্রশংসা পাচ্ছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম।