২১৭৩ চালকের বিরুদ্ধে মামলা ৪ দিনে ; খুলনায়

0
309

টাইমস ডেস্ক:

ট্রাফিক সপ্তাহের প্রথম ৪ দিনে খুলনা মেট্রোপলিটন এলাকায় বিভিন্ন পয়েন্টে যানবাহনের কাগজপত্র চেক করে মোট ২ হাজার ১৭৩ জন চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ সময় ৯ লাখ ৩৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (ট্রাফিক) মো. কামরুল ইসলাম জানান, মোটরযান অধ্যাদেশ-১৯৮৩ এর বিভিন্ন ধারায় যানবাহনের ট্যাক্স টোকেন না থাকা, ফিটনেস না থাকা, রুট পারমিট না থাকা, ইন্সুরেন্স না থাকা ইত্যাদি কারণে এক হাজার ১১৪টি যানবাহনের বিরুদ্ধে এবং ড্রাইভিং লাইসেন্স না থাকা, সিটবেল্ট ব্যবহার না করা, চলন্ত অবস্থায় মোবাইলে কথা বলা, হেলমেট ব্যবহার না করা, মোটরসাইকেলে দুইজনের অধিক আরোহী থাকা, দ্রুত গতিতে গাড়ি চালানো, আদেশ অমান্য করা ইত্যাদি কারণে ২ হাজার ১৭৩ জন চালকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।