২০ বছরের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন মোহাম্মদ শরীফ

0
287

খুলনাটাইমস স্পোর্টস: বাংলাদেশ ঘরোয়া ক্রিকেটের খুব পরিচিত মুখ মোহাম্মদ শরীফ। দেশের হয়েও আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন তিনি। যদিও তার সেই ক্যারিয়ারটা খুব বেশি বড় হয়নি তার। তবে ঘরোয়া ক্রিকেটে খেলছিলেন নিয়মিতই। সবশেষ জাতীয় লিগে ফিটনেস পরীক্ষায় উতরাতে পারেননি। আর স্থগিত হওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে অংশ নেননি চোটের কারণে। করোনায় কাঁপছে ক্রীড়াঙ্গন। আর এ সময়ই নিজের ২০ বছরের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন জাতীয় দলের সাবেক এ পেসার। তবে সঞ্চিত অভিজ্ঞতা দেশের ক্রিকেটে ভিন্নভাবে কাজে লাগাতে চান শরীফ। শনিবার সন্ধ্যায় জানিয়ে দিয়েছেন, সবধরনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত। তবে রেখেছেন একটি শর্ত। আপাতত প্রথম শ্রেণির ক্রিকেট থেকে পুরোপুরি অবসর নিয়ে ফেলেছেন তিনি। তবে করোনা পরিস্থিতি সামলে নিয়ে চলতি মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট যদি আবার শুরু হয়, তাহলে এই আসর খেলবেন তিনি। অন্যথায় গত মৌসুমের প্রিমিয়ার লিগে গাজী গ্রুপের বিপক্ষে খেলা ম্যাচটিই হয়ে থাকবে তার ক্যারিয়ারের শেষ। খেলোয়াড়ি জীবনের ইতি টানলেও থাকতে চান ক্রিকেটের সাথেই। নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করতে চান তরুণ প্রজন্মের সাথে। তিনি বলেন, ‘এ নিয়ে সুজন (খালেদ মাহমুদ) ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। তিনি জানতে চেয়েছিলেন ক্রিকেট ছেড়ে কী করবো। কোচ না কি নির্বাচক হবো তা তিনি জানতে চান। আমি সিদ্ধান্ত নেই মাঠের ক্রিকেট ছাড়লেও ক্রিকেটের সঙ্গে যেন থাকতে পারি এমন কিছু করার। আমি যেন আমার এতদিনের অভিজ্ঞতা দেশ ও এই প্রজন্মের ক্রিকেটারদের দিতে পারি। তাই ফিট থাকার পরও খেলা ছেড়ে দেয়ার সিদ্ধান্তই নিয়েছি’। ২০০১ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়া মোহাম্মদ শরীফ খেলেছেন ১০ টেস্ট ও ৯ ওয়ানডে। যদিও পারফরম্যান্স খুব একটা নজর কাড়া ছিলনা। দুই ফরম্যাটে উইকেট যথাক্রমে ১৪ ও ১০ টি। তবে প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ ক্রিকেট খেলার ভালো অভিজ্ঞতা আছে ৩৪ বছর বয়সী এই পেসারের। ১৩২ প্রথম শ্রেণিতে উইকেট ৩৯৩ টি, ১১৯ লিস্ট ‘এ’ ম্যাচে ঝুলিতে আছে ১৮৫ উইকেট। ২০০৭ সালে জাতীয় দলের হয়ে সবশেষ মাঠে নামা শরীফ খেলেছেন ২২ টি স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচও।