২০২০ সালে ফের চন্দ্র অভিযান চালাবে ভারত

0
221

খুলনাটাইমস বিদেশ : নতুন বছরে ভারতবাসীদের জন্য সুখবর জানিয়েছে দেশটির বিজ্ঞান বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রণালয়। ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং দেশবাসীর উদ্দেশ্যে জানান, ২০২০ সালে ল্যান্ডার ও রোভারকে সঙ্গে নিয়ে আবারও মহাকাশে ছুটবে ভারতীয় চন্দ্রযান। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) চেয়ারম্যান আগেই জানিয়েছিলেন, আরও একবার চন্দ্রযান নিয়ে বুকে আশা বাঁধছে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র (ইসরো)। তারই ধারাবাহিকতায় ২০২০ সালে আরও একবার চন্দ্রযান নিয়ে মহাকাশের পথে উড়তে চলছে ইসরো। যা নতুন বছরের শুরুতেই দেশবাসীকে জানিয়ে দিলেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী। জিতেন্দ্র সিং জানান, ‘২০২০ সালে হবে ল্যান্ডার আর রোভার মিশন। আমি আগেই বলেছি, চন্দ্রযান-২ কোনো মতেই ব্যর্থতা ছিল না। আমরা এর থেকে শিক্ষা নিয়েছি। বিশ্বে এমন কোনো দেশ নেই যে, প্রথম পদক্ষেপেই তারা চন্দ্রযানে পা রেখেছে। মার্কিনীরা বহুবার চেষ্টা করেছিল। তবে আমাদের বেশি বার উদ্যোগের প্রয়োজন নেই।’ সদ্য শেষ হওয়া ২০১৯ সালে চাঁদে নামতে গিয়ে ভারতের একটি মহাকাশযানের সাথে শেষ মুহূর্তে নিয়ন্ত্রণ-কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যা দেশের মহাকাশ অভিযানের ব্যর্থতা হিসেবে বর্ণনা হয়। তবে বিজ্ঞানীরা দাবি করেন, চাঁদের মাটিতে নামতে গিয়ে অবতরণকারী যান ‘বিক্রম’-এর সাথে যোগাযোগ ব্যর্থ হয়ে যাওয়ার অর্থ এই নয় যে, পুরো অভিযানটি ব্যর্থ হয়েছে। সে সময় কলকাতার বিড়লা প্ল্যানেটোরিয়ামের সাবেক প্রধান ও মহাকাশবিদ ড. বি পি দুয়ারি বলেছিলেন, চাঁদের মাটিতে নামতে ব্যর্থ হলেও চাঁদ প্রদক্ষিণকারী মহাকাশযান ‘চন্দ্রযান-২’ কিন্তু এখনও চাঁদকে ঘিরে ঘুরছে। চন্দ্রযান-২ উৎক্ষেপণ করা হয় ২০১৯ সালের ২২ জুলাই। রকেটের তিন ভাগে ছিল একটি অরবিটার, অবতরণযান বিক্রম এবং প্রজ্ঞান নামে ছয় চাকার একটি রোবট চালিত গাড়ি। লক্ষ্য ছিল চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করা। এদিকে ২০২০ সালে চন্দ্রাভিযান ঘিরে একাধিক সম্ভবনা তৈরি হয়েছে বলে ভারতের বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে। ২০২০ সালে যদি চন্দ্রাবিযানে সাফল্য পায় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউএসএসআর ও চীনের পর চতুর্থ দেশ হিসেবে নাম লিখাবে ভারত।