২০১৯ সালে নির্বিচারে গুলিবর্ষণে ২১০ আমেরিকানের মৃত্যু

0
227

খুলনাটাইমস বিদেশ : ২০১৯ সালে নির্বিচার হত্যা/গুলিবর্ষণের ৪১টি ঘটনায় অকালে প্রাণ হারিয়েছে ২১০ আমেরিকান। ১৯৭০ সালের পর (২০০১ সালের সন্ত্রাসী হামলা ব্যতিত) একক কোন বছরে এমন পৈশাচিক হত্যাযজ্ঞ আর কখনো ঘটেনি। বছর শুরুর ১৯ দিনের মাথায় ওরেগণ রাজ্যে ওকলাহোমা সিটির ৪২ বছর বয়েসী এক ব্যক্তি চায়নিজ কুড়াল দিয়ে তার মা, পিতা, গার্লফ্রেন্ড এবং ৯ মাসের কন্যাকে কুপিয়ে হত্যা করে। এর ৫ মাস পর ভার্জিনিয়ায় কর্মস্থলে নির্বিচার গুলিবর্ষণের ঘটনায় মারা যায় ১২ কর্মচারি। গত আগস্টে টেক্সাসের এল পাসোতে ওয়ালমার্টে গুলিবর্ষণের ঘটনায় নিহত হয় ২২ জন। এফবিআই এবং ফেডারেল পুলিশের তথ্য অনুযায়ী কমপক্ষে ৪ জন খুন হয়েছে একটি ঘটনায়-এমন ৪১টি ঘটনা রেকর্ড হয়েছে ২০১৯ সালে। এসব হত্যাযজ্ঞে নিহতদের অধিকাংশই পরস্পরের পরিচিত ছিলেন এবং ঘাতকরাও পরিচিত ছিল। সহকর্মী এবং স্বজনের উপর নানা কারণে ক্ষুব্ধ হবার পর এমন নৃশংসতা চালানো হয়। অধিকাংশ হত্যাযজ্ঞের সময়েই ঘাতককে পুলিশের টার্গেট হতে হয়। তবে বেশ কটি ঘটনায় ঘাতকরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত গুলিবর্ষণের ২৯৭টি ঘটনায় নিহত হয়েছে ৩৩৫ আমেরিকান। আহতের সংখ্যা ১২১৯।