২টি পদের নিয়োগ নিয়ে প্রধান শিক্ষকের ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

0
316

অমল কৃষ্ণ মন্ডল, পাইকগাছা: পাইকগাছায় খড়িয়া নাবারুন মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহয়ক ও দপ্তরীর নিয়োগ ঝুলে গেল কোন কারনে? অর্থ বানিজ্যের চেষ্টা না কি পছন্দের লোক নিয়োগের চেষ্টা এ প্রশ্ন এলকাবাসির মধ্যে। মানুষ বিষয়টির দ্রুত সমাধান চান বলে জানাগেছে। প্রধান শিক্ষক দীপক সরকার কি সব দায়িত্ব সামলেচ্ছেন? এ নিয়ে জনমনে নানান প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন, ২টি পদের নিয়োগ নিয়ে প্রধান শিক্ষকের সাথে মতপার্থক্যে এ অবস্থার সৃষ্ঠি হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন,২০১৭ সালের ফেব্রুয়ারীতে লস্কর ইউনিয়নের খড়িয়া নবারুন মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহয়ক পুর্ন চন্দ্র সরদার ও ১৮ সালে দপ্তরী বিধান চন্দ্র মন্ডল অসসর গ্রহন করলে এ দুটি পদের নিয়োগের জন্য কর্তৃপক্ষ পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে। জানাগেছে, ৬ অতিবাহিত হলে অজানা কারনে অফিস সহকারী পদের নিয়োগ বাতিল হয়ে যায়। এরপর বিগত ১৯ সালে ২৫ জুলাই দুটি পদের জন্য নিয়োগ বিজ্ঞতি প্রকাশ হলেও আজও নিয়োগ প্রক্রিয়ার কার্যক্রম চোখে পড়েনি। সুত্র জানায় অফিস সহয়ক পদে খড়িয়ার প্রকাশ চন্দ্র সরকার,দীপ্তা মন্ডল,হিমাদ্রী সরকার, কয়রার তালবাড়ীয়ার অনাল বাইন ও আশাশুনির বড়দল গ্রামের বিচিত্র সরদার সহ অনেকে আবেদন করে। অন্যদিকে দপ্তরী পদে খড়িয়ার অভিজিত মন্ডল, সাগর মন্ডল সহ অনেকে আবেদন করে। একটি বিশ্বস্ত সুত্র জানায় অফিস সহায়ক পদে আবেদনকারী প্রধান শিক্ষকের ভাগনে বিচিত্র সরকারকে নিয়োগ দেবেন না প্রতিবেশী ভাইপো প্রকাশ সরকারকে নিয়োগ দেবেন এ প্রশ্নে প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকার দোটানায় পড়ে শ্যামরাখি না কূল রাখি অবস্থায় পড়েছে? কে বেশি আপনজন এ নিয়ে এলাকাবাসির মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। এদিকে এদুটি পদের নিয়োগের সময়সীমা শেষ পর্যায়ে। এ সম্পর্কে প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের সাথে তার ব্যবহৃত মোবাইল নং- ০১৭১৪- ৫১৫৪৬৪ এ বারবার যোগাযোগ করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন এ ২টি পদের নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন।