হাদিস পার্কের মহাসমাবেশ সফল করতে ১৪ দলের ব্যাপক প্রস্তুতি

0
512

কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৩ অক্টোবর বিকাল ৩টায় শহীদ হাদিস পার্কে মহাসমাবেশ করছে ১৪ দল। ইতোমধ্যে মহাসমাবেশকে সফল করতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ১৪ দল নেতৃবৃন্দ। মহাসমাবেশ উপলক্ষ্যে প্রত্যেক ওয়ার্ডে আওয়ামী লীগ ও শরীক দলগুলি মিছিল ও সমাবেশ করেছে। সভা সমাবেশ করেছে আওয়ামী লীগসহ ১৪ দলের সকল সহযোগী সংগঠনগুলি। সমাবেশে লক্ষাধীক মানুষের সমবেত করতে যশোর রোডের ডাকবাংলো মোড় হতে বাংলাদেশ ব্যাংক এবং থানার মোড় হতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কেডি ঘোষ পরিবেষ্টিত শহীদ হাদিস পার্কে ব্যবস্থা করা হয়েছে। মহাসমাবেশে খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন, সাম্যবাদী দল (এমএল) সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া, জাতীয় পার্টি (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, বাংলাদেশ জাসদ সভাপতি শরীফ নূরুল আম্বিয়া, বাংলাদেশের ওর্য়াকার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, জাসদ কার্যকরী সভাপতি এ্যাড. রবিউল আলম, তরিকত ফেডারেশন সভাপতি আলহাজ্ব নজীবুল বশখ মাইজ ভা-ারী, গণতন্ত্রী পার্টি সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন, ন্যাপ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, কমিউনিস্ট পার্টি অসিত বরণ, গণআজাদী লীগ সভাপতি এস কে শিকদার, বাংলাদেশ আওয়ামী লীগ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান এমপি, বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাহী সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাহী সদস্য এস এম কামাল হোসেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং খুলনা মহানগর ও জেলা ১৪ দল সমন্বয়ক আলহাজ্ব মিজানুর রহমান মিজান এমপি এবং খুলনা জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, বাংলাদেশ জাসদ খুলনা মহানগর সভাপতি রফিকুল হক খোকন, জেলা ন্যাপের সভাপতি এ্যাড. ফজলুর রহমান, জাতীয় পার্টির কেন্দ্রিয় ভাইস চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন, জেলা সাম্যবাদী দলের সম্পাদক এম এম এ ইকবাল, জেলা ওর্য়াকার্স পার্টির এ্যাড. মিনা মিজানুর রহমান, জাসদ কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক মো. খালিদ হোসেন, জেলা গণতন্ত্রী পার্টির সম্পাদক মো. সোলেমান হাওলাদার, জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক গোলাম নবী মাসুম। সমাবেশে নগরীর প্রত্যেক ওয়ার্ড থেকে মিছিল সহকারে অংশ গ্রহণের জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাহী সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাহী সদস্য এস এম কামাল হোসেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং মহানগর ও জেলা ১৪ দল সমন্বয়ক আলহাজ্ব মিজানুর রহমান মিজান এমপি এবং খুলনা জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।