হাদিপুরে ডিপিও সদস্যদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

0
461
দেবহাটা প্রতিনিধি:
হাদিপুরে প্রতিবন্ধী সদস্যদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার থেকে শুরু হয়ে রবিবার পর্যন্ত তিনদিনের প্রশিক্ষণটি এ্যাকসেস টু সার্ভিসেস এন্ড ইনক্লুসন অব পারসন উইথ ডিজএ্যাবিলিটি(এএসআইপিডি) প্রকল্পের আয়োজনে হাদিপুর ট্রেনিং সেন্টারে লিলিয়ানা ফন্ডস’র সহযোগীতায় ডিআরআরএ’র বাস্তবায়নে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় দেবহাটা, কালিগঞ্জ, শ্যামনগর তিন উপজেলার ২০জন প্রতিবন্ধী (ডিপিও) সদস্যদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন অষ্টমী মালো এবং প্রকল্পের পিএম মাহবুবুর রহমান। উদ্বোধনীয় কর্মশালায় উপস্থিত ছিলেন ডিআরআরএ’র এপিটি প্রতাপ কুমার পাল, সিএম রামপ্রসাদ মিস্ত্রী প্রমূখ। এই প্রশিক্ষণের মাধ্যমে প্রতিবন্ধীদের দক্ষতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তাদের অধিকার সম্পর্কে সচেতন হবে। একই সাথে সমাজে তাদের মর্যদা বৃদ্ধি পেতে সহায়তা করবে। এমনকি ডিপিও সদস্যদের মাধ্যমে প্রতিটি উপজেলা পর্যায়ে সকল প্রতিবন্ধীরা সচেতন হয়ে লেখাপড়া করে সুশিক্ষিত হয়ে চাকুরীর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বিভিন্ন উন্নয়নে ভূমিকা রাখবে বলে প্রশিক্ষণে জানানো হয়।#