স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থার বৃক্ষরোপন ও চারা বিতরণ

0
380

খবর বিজ্ঞপ্তি:
খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশীর আংটিহারা এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থার উদ্যোগে প্রাকৃতিক পরিবেশ সুরক্ষায় জনসাধারনের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার সকালে সংগঠনের কার্যালয় চত্বরে জনসাধারণ, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মন্দির এবং স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থার সভাপতি ও খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আবু সাঈদ খান।
এসময় উপস্থিত ছিলেন নবযাত্রা প্রকল্পের জেন্ডার অর্গানাইজার মোঃ রিয়াজ আহমেদ, ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আব্দুস সালাম খান, স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থার সাধারণ সম্পাদক সাইফুর রহমান, সদস্য মোঃ জিনারুল ইসলাম, মঈনুল ইসলাম বাবু, আকবর আলী খান, ওলিউল্যাহ, বিল্লাল হোসেন, আহকামুল গাজী খোকন, সাকাত খান, শরিফুল ইসলাম মধু, মাহমুদুল হাসান, নিশিকান্ত, বারিক, ইকবাল খান, আযম, মারুফ হোসেন প্রমুখ। গাছের চারা বিতরণ শেষে সংগঠনের সদস্যরা কার্যালয়ের আশেপাশের রাস্তার দুইপাশে ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষরোপন করেন।