স্পোর্টিং লিসবনের সাথে ড্র দিয়ে যুক্তরাষ্ট্র সফর শেষ করলো লিভারপুল

0
267

খুলনাটাইমস স্পোর্টস: স্পোর্টিং লিসবনের সাথে ২-২ গোলে ড্র দিয়ে যুক্তরাষ্ট্র সফর শেষ করেছে লিভারপুল। প্রাক-মৌসুম এই সফরে একটি ম্যাচও জিততে পারেনি ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। তিন ম্যাচের এই সফরে লিভারপুল কোন জয় না পেলেও নিজেদের ঝালিয়ে নেবার সুযোগ ঠিকই কাজে লাগিয়েছে। বিশেষ করে গতকাল নিউ ইয়র্কের ইয়ানকি স্টেডিয়ামে পর্তুগীজ চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়ে অল রেডসরা। এর আগের দুই ম্যাচে সেভিয়ার কাছে ২-১ ও বরুসিয়া ডর্টমুন্ডের কাছে ৩-২ গোলে পরাজিত হয়েছিল জার্গেন ক্লপের দল। ৫৩ মিনিটে মার্কোস ওয়েনডেলের গোলে ম্যাচে ২-২ গোলের সমতা ফেরায় লিসবন। মধ্যমাঠ থেকে ব্রুনো ফার্নান্দেসের বাড়ানো বলে বক্সের মাঝামাঝি থেকে ডান পায়ের জোড়ালো শটে ওয়েনডেল লিসবন শিবিরে স্বস্তি ফেরান।
ম্যাচের ৪ মিনিটে লিসবনের প্রথম গোলটিও ছিল ফার্নান্দেস ও ওয়েনডেলের যৌথ প্রচেষ্টায়। ফার্নান্দেসের দুরপাল্লার শট লিভারপুল গোলরক্ষক সিমন মিগনোলেটকে ফাঁকি দিয়ে জালে জড়ালে এগিয়ে যায় ১৮বারের পর্তুগীজ চ্যাম্পিয়নরা। ডিভোক ওরিগি ও জর্জিনিও উইজনালডাম রেডসের পক্ষে বিরতির আগে দুই গোল করেন। প্রথম দুই ম্যাচে পরাজিত হবার পর লিভারপুলের অপেক্ষাকৃত তরুণ দলটি যে প্রতিদ্বন্দ্বীতায় ফিরে আসবে তা অনেকেই বিশ্বাস করতে পারেনি। স্পোর্টিং লিসবনের লুসিয়ানো ভিয়েত্তো গোলের সুযোগ পেলেও বিরতির আগে মিগনোলেট দুইবার তাকে হতাশ করেন। লিভারপুলের হয়ে কাল অনানুষ্ঠানিক অভিষেক হয়েছে ১৭ বছর বয়সী ডাচ ডিফেন্ডার সেপ ফন ডেন বার্গের। যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে গিয়ে চলতি সপ্তাহের শেষে এডিনবার্গে নাপোলির মোকাবেলা করবে লিভারপুল।