স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত

0
206

খুলনাটাইমস বিদেশ : নভেল করোনাভাইরাস মহামারীতে বিপর্যস্ত ইউরোপে স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর শরীরেও সংক্রমণ ধরা পড়েছে। শনিবার স্পেন সরকারের এক বিবৃতিতে জানানো হয়, প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রী মারিয়া বেগোনিয়া গোমেজের করোনাভাইরাস পরীক্ষার ফলাফল ‘পজেটিভ’ এসেছে। প্রধানমন্ত্রী এবং তার স্ত্রী দুজনেই লা মনক্লোয়ায় (মাদ্রিদে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন) আছেন এবং স্বাস্থ্য বিভাগের বেঁধে দেওয়া নিয়মকানুন মেনে চলছেন বলে জানানো হয় ওই বিবৃতিতে। ইউরোপে ইতালির পর স্পেনই নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সবচেয়ে বাজে পরিস্থিতিতে পড়েছে। শনিবার এক দিনেই প্রায় ১৮০০ মানুষের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে, যাদের বেশিরভাগই রাজধানীর বাসিন্দা। সব মিলিয়ে সেখানে আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে গেছে, মৃত্যু হয়েছে দেড় শতাধিক মানুষের। এই পরিস্থিতিতে দেশে করোনাভাইরাসের জন্য জরুরি অবস্থা জারি করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ১৫ দিন জনসাধারণকে খাবার বা ওষুধ কেনা বা কাজে যাওয়ার মত জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হতে নির্দেশ দেওয়া হয়েছে।